Advertisment

Rajkot gaming zone fire: গেমিং জোনে আগুন, মৃত্যু, তুলোধোনা হাইকোর্টের, মুখ পুড়ল মোদী রাজ্যের

প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই গেম জোন তৈরি করা হয়েছে, পর্যবেক্ষণ আদালতের।

author-image
IE Bangla Web Desk
New Update
Gujarat hc, rajkot game zone fire,

গুজরাটের রাজকোটে শনিবারের মর্মান্তিক অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ২৭ জনের।

রাজকোটে গেমিং জোনে আগুনের ঘটনায় মৃত্যু হয়েছে ২৭ জনের। যার মধ্যে রয়েছে ৯টি শিশুও। এদিকে এই ঘটনার পর সরাসরি রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছে গুজরাট হাইকোর্ট। দুর্ঘটনাটিকে 'মানবসৃষ্ট বিপর্যয়' বলে অভিহিত করে, চারটি জেলার পুর প্রশাসনের কাছ থেকে উত্তর চাওয়া হয়েছে। গুজরাটের রাজকোটে শনিবারের মর্মান্তিক অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ২৭ জনের। এ ব্যাপারে প্রশাসন কঠোর ব্যবস্থা নিচ্ছে। ‘গেম জোনের’ মালিক ও ম্যানেজারকে ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে, রবিবার গুজরাট হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ এই ঘটনার স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে।

Advertisment

প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই গেম জোন তৈরি করা হয়েছে

বিচারপতি বীরেন বৈষ্ণব এবং বিচারপতি দেবান দেশাইয়ের বেঞ্চ বলেছেন, কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন না নিয়েই এই ধরনের গেম জোন তৈরি করা হয়েছে। বেঞ্চ আহমেদাবাদ, ভাদোদরা, সুরাট এবং রাজকোট মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের আইনজীবীদের সোমবার আদালতে সামনে উপস্থিত হওয়ার এবং আইনের কোন বিধানের অধীনে এই ইউনিটগুলি তাদের এখতিয়ারের অধীনে প্রতিষ্ঠিত হয়েছে বা অব্যাহত রয়েছে তা ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিহতদের মধ্যে ১২ বছরের কম বয়সী ১২ শিশু রয়েছে

শনিবার সন্ধ্যায় রাজকোটের টিআরপি 'গেম জোন'-এ একটি বিশাল অগ্নিকাণ্ডে ১২ বছরের কম বয়সী ১২ শিশু সহ মোট ২৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, স্কুল ছুটির কারণে, প্রচুর সংখ্যক শিশু তাদের বাবা-মায়ের সঙ্গে মজা গেমিং জোনে এসেছিল। এই দুর্ঘটনার তদন্তে পাঁচ সদস্যের এসআইটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে সিটকে এই মর্মে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

fire
Advertisment