Gujarat Rain : গুজরাটে অবিরাম বৃষ্টির জেরে রাজ্যজুড়ে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। প্রবল বৃষ্টিতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৫ জনের। বৃহস্পতিবার সকালে রাজকোট আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশের একটি প্রাচীর বৃষ্টির জেরে ধসে পড়ে।
রাজ্য জুড়ে চলছে উদ্ধার অভিযান। সোমবার থেকে নাগাড়ে বৃষ্টিপাতে রাজ্যজুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেনাবাহিনী ও ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, এনডিআরএফ- র টিম বন্যা কবলিত জেলাগুলি থেকে আটকে থাকা মানুষজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চালাচ্ছে।
[ সেনা-জঙ্গি গুলির লড়াই, নিকেশ ৩ জঙ্গি
প্রবল বৃষ্টির জেরে জামনগরের ৭১টি গ্রাম জেলার বাকী অংশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। দেবভূমি দ্বারকা জেলায় রাতভর অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার পরিস্থিতির পর্যালোচনা করতে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে কথা বলেছেন এবং রাজ্যকে সব ধরণের কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন।