Advertisment

সরকারি অনুষ্ঠানে প্রকাশ্যে মদ্যপান মোদী রাজ্যের মন্ত্রীর, ভিডিও সামনে আসতেই আজব সাফাই

মদ্যপানের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, চূড়ান্ত অস্বস্তিতে গেরুয়া শিবির।

author-image
IE Bangla Web Desk
New Update
Raghavji Patel drinks liquor, World Tribal Day, Gujarat tribal day event, Gujarat, Raghavji Patel, Aadivasi Diwas, Tribals day,

সরকারি অনুষ্ঠানে প্রকাশ্যে মদ্যপান মোদী রাজ্যের মন্ত্রীর, ভিডিও সামনে আসতেই আজব সাফাই

চরণামৃত ভেবে মদ্য পান মন্ত্রীর সত্য সামনে এলে তিনি যা বললেন শুনলে চমকে উঠবেন। সরকারি অনুষ্ঠান চলাকালীন মদ্যপান করছেন মন্ত্রী। এমন এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় জোর চর্চা। গুজরাটের কৃষি ও পশুপালন মন্ত্রী রাঘবজি প্যাটেলকে সরকারি অনুষ্ঠান চলাকালীন মদ্যপান করতে দেখা যায়। সেই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। চূড়ান্ত অস্বস্তিতে গেরুয়া শিবির।

Advertisment

বুধবার, নর্মদা জেলায় বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের আয়োজন করা হয়েছিল। সরকারি এই কর্মসূচিতে হাজির হন গুজরাটের মন্ত্রী রাঘবজি প্যাটেলও। অনুষ্ঠান চলাকালে তাকে দেশি মদ দেওয়া হয় যা তিনি পান করেন। আর এই ভিডিও’ই ভাইরাল হয়ে গিয়েছে। পরে মন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, পূজার এই প্রথা সম্পর্কে তিনি অবগত নন। চরণামৃত ভেবে মদ্য পান করেছেন তিনি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পুরোহিত মন্ত্রীর হাতের থাকা পাতায় মদ ঢেলে দিতেই তিনি তা পান করেন। এর পরপরই বিজেপি নেতারা তৎক্ষণাৎ মন্ত্রীকে থামান স্থানীয় বিজেপি নেতাদের বলতে শোনা যায় "এটি পান করার জন্য নয়, এটা দেবতাকে উৎসর্গ করার জন্য’। এ বিষয়ে মন্ত্রীকে বলতে শোনা যায়, "এটা আমাকে আগে বলা উচিত ছিল এবং তারপর তিনি পাতার কাপ মাটিতে ফেলে দেন।"

অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্যাটেল বলেন, “আমি উপজাতীয় রীতিনীতি সম্পর্কে অজ্ঞ...এটাই আমার প্রথম সফর। আমাদের আচার-অনুষ্ঠানে আমাদের হাতে চরণামৃত দেওয়া হয় এবং তা সেবন করা হয়। আমি ভেবেছিলাম এটা চরণামৃত, আচার-অনুষ্ঠানের অংশ”। অনুষ্ঠানে উপস্থিত এক স্থানীয় ব্যক্তি বলেন, রীতি অনুযায়ী মন্ত্রীকে পূজার পাতায় মদ পরিবেশন করা হয়েছিল, কিন্তু তিনি এটিকে চরণামৃত ভেবে পান করে নেন। এতে মন্ত্রীর কোনো দোষ নেই।

gujrat
Advertisment