সোমবার নিজেরই রাজ্যে জামনগরের এক সভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। কোচি এবং করাচিতে গুলিয়ে ফেলতেই হেসে কুটি পাটি জনতা। প্রধানমন্ত্রী অবশ্য সপ্রতিভ ভাবেই সামলে নিলেন মুখ ফসকে বলে ফেলা কথাটি।
কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে কথা বলছিলেন মোদী। গুজরাতের ৭০০ আসন বিশিষ্ট গুরু গোবিন্দ সিং হাসপাতালের উদ্বোধনে সেই প্রকল্প নিয়েই দু-চার কথা বলছিলেন প্রধানমন্ত্রী। আয়ুষ্মান ভারত প্রকল্প অনুযায়ী দেশের প্রতিটি পরিবার ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা পেতে পারে।
কেন্দ্রের প্রকল্প নিয়ে তখন বলেই চলেছেন মোদী। বলছেন, "ধরুন জামনগরবাসী এক লোক ভূপাল গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড থাকলে কলকাতা থেকে করাচি, দেশের যে কোনও প্রান্তে বিনামূল্যে চিকিৎসা পাবেন ওই ব্যক্তি"। বলে ফেলেই অবশ্য সামলে নিলেন তিনি। সপ্রতিভ ভাবে হেসে বললেন, সম্প্রতি পাকিস্তান নিয়ে বড্ড বেশি চিন্তায় রয়েছেন, তাই এমন ভুল। "করাচি নয়, কোচি হবে ওটা, আসলে আজকাল প্রতিবেশী দেশের ভাবনাতেই মজে রয়েছি"।
আরও পড়ুন, মোদীর অনুপ্রেরণাতেই বিজেপি-তে ক্রিকেট তারকার স্ত্রী
অস্বস্তি এড়াতে পাকিস্তানের প্রসঙ্গতেই ফিরলেন তৎক্ষণাত। জনতার উদ্দেশে ছুড়ে দিলেন প্রশ্ন, "পাকিস্তানে এয়ার স্ট্রাইকের প্রয়োজন ছিল কি না"? সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটিত করতে তিনি দু'বার চিন্তা করেন না, জানিয়ে দিলেন জনতাকে।
Read the full story in English