সংরক্ষণের দাবিতে পথে রাজস্থানের গুজ্জর সম্প্রদায়ের মানুষ। শুক্রবার সন্ধ্যা থেকে সাওয়াই মাধোপুরে রেল অবরোধ শুরু করেছেন কয়েক'শো বিক্ষোভকারী। বিক্ষোভের জেরে বিপর্যস্ত দিল্লি-মুম্বই রুটে ট্রেন চলাচল। পশ্চিম মধ্য ভারতিয় রেলের অন্তত ৮টি ট্রেন বাতিল করা হয়েছে। গতিপথ বদলানো হয়েছে আরও ১২টি ট্রেনের।
সরকারি চাকরি এবং শিক্ষা ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে গুজ্জর এবং আরও কয়েকটি সম্প্রদায়ের মানুষের জন্য অতিরিক্ত ৫ শতাংশ সংরক্ষণের দাবিতে ধর্নায় বসেছেন গুজ্জর নেতা কিশোরী সিং বইন্সলা এবং তাঁর সমর্থকেরা। গত মাসেই রাজ্য সরকারকে নিজেদের দাবি নিয়ে সরকারের অবস্থান জানানোর জন্য ২০ দিন সময় দিয়েছিলেন গুজ্জর নেতা। এই জানিয়েছিলেন সরকার স্পষ্ট করে কিছু না বললে বিক্ষোভের পথ বেছে নেওয়া হবে। হিসেব মতো ২০ দিনের মেয়াদ উতরেছে গত শুক্রবারই।
আরও পড়ুন, স্তন্যপান করানোর জন্য কোচি মেট্রো স্টেশনে চালু হল আলাদা কক্ষ
শুক্রবার সন্ধ্যা থেকেই কয়েকশো বিক্ষোভকারী জয়পুর থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরের সাওয়াই মাধোপুরে রেল লাইনের ওপর অবস্থান শুরু করেন। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। কমিটির সদস্যরা রাজ্য মন্ত্রিসভার সদস্য।
বিক্ষোভ মোকাবিলায় ইতিমধ্যে জয়পুরে উচ্চস্তরের সরকারি বৈঠক হয়েছে। বিক্ষোভরতদের কয়েকজন সংবাদসংস্থা এএনআই কে জানিয়েছেন, "আমাদের একজন ভাল মুখ্যমন্ত্রী এবং ভালো প্রধানমন্ত্রী দুই-ই আছেন। আমরা চাই ওনারা আমাদের সম্প্রদায়ের দাবিটুকু শুনুন। এটা ওদের পক্ষে খুব কঠিন কাজ নয়"।
Read the full story in English