Advertisment

কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত ৫ করোনা রোগী, তদন্তের নির্দেশ

শুক্রবার সকালে ভয়াবহ অগ্নিকান্ড গুজরাটের রাজকোটের একটি কোভিড হাসপাতালে। আগুনে পুড়ে মৃত্যু হয় ৫ করোনা আক্রান্ত রোগীর।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি

করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে। কিন্তু বাড়ি ফেরা হল না। শুক্রবার সকালে ভয়াবহ অগ্নিকান্ড গুজরাটের রাজকোটের একটি কোভিড হাসপাতালে। আগুনে পুড়ে মৃত্যু হয় ৫ করোনা আক্রান্ত রোগীর। গুরুতর অবস্থায় অগ্নিদগ্ধ ৬ জন। আইসিইউতে আগুন লাগার জেরে এমন ঘটনা।

Advertisment

ঠিক কী কারণে এই অগ্নিকান্ড তা এখনও অজানা। সংবাদসংস্থা এএনআই জানায় যে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

কোভিড হাসপাতালেরই একটি বেসরকারি অংশ গোকুল হাসপাতালে আহত ৬ রোগীকে ভর্তি করে চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পিডিইউ হাসপাতালে পাঠানো হয়েছে। সংবাদসংস্থা পিটিআই দমকল আধিকারিকের বক্তব্য উল্লেখ করে জানায় রাত একটার সময় হাসপাতালের আইসিইউ ইউনিটে আগুন লাগে। সেখানে প্রায় ৩৩ জন রোগী ভর্তি ছিলেন।

বলা হয়, "এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি, খতিয়ে দেখা হচ্ছে। রোগীদের উদ্ধার করে অন্য কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।"

Read the story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Advertisment