Advertisment

Terror Attack: নারকীয় হত্যা! বাস থামিয়ে সাধারণ যাত্রীদের পরপর গুলি, মৃত ২৩, মর্মান্তিক ঘটনা শিহরণ জাগাবে

পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলার নিন্দা করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
pakistan bus attack

সহকারী কমিশনার মুসাখাইল নজীব কাকারের মতে, হামলাকারীরা মুসাখেলের রারাশাম জেলার আন্তঃপ্রাদেশিক মহাসড়ক অবরোধ করে, বেশ কয়েকটি বাস থেকে যাত্রীদের নামিয়ে দেয়। (জিও টিভি)

Terror Attack: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ঘটল নৃশংস হত্যার ঘটনা। বাস থামিয়ে যাত্রীদের পরপর গুলি। আগুন ধরিয়ে দেওয়া হয় একের পর এক গাড়িতে। বালুচিস্তানের মুশাখেলের রারাশামে ঘটে যায় এই নারকীয় হত্যার ঘটনা। রাস্তার মাঝে বাস থামিয়ে যাত্রীদের পরিচয় যাচাই করার পর ২৩ জনকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা।

Advertisment

ডন পত্রিকার প্রতিবেদন অনুসারে ১০টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মৃতদের মধ্যে সকলেই পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই হামলার নিন্দা জানিয়েছেন। পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

< Five New District In Ladakh: ৫ নতুন জেলা পাচ্ছে লাদাখ, নির্বাচনের আগেই বড় ঘোষণা মোদী সরকারের >

'পাকিস্তানে যেকোনো ধরনের সন্ত্রাস অগ্রহণযোগ্য': প্রধানমন্ত্রী শরীফ

পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলার নিন্দা করেছেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন "দেশে কোনো ধরনের সন্ত্রাসবাদী ঘটনা গ্রহণযোগ্য নয়।" পাক প্রেসিডেন্ট জারদারি নিরপরাধ মানুষের উপর নির্মম হত্যাকাণ্ডকে সমগ্র মানবতার ওপর আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন।

Terrorist Attack pakistan
Advertisment