Advertisment

Gurmeet Ram Rahim Singh: হরিয়ানায় ভোট মিটতেই ফের স্বমহিমায় রাম রহিম সিং, খুনের মামলায় বেকসুর খালাস

Gurmeet Ram Rahim Singh acquitted: মঙ্গলবার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ২০০২ সালের রঞ্জিত সিং হত্যা মামলায় ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং এবং অন্য চারজনকে বেকসুর খালাস দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Gurmeet Ram Rahim, 4 others acquitted in 2002 Ranjit Singh murder case

ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং

Gurmeet Ram Rahim Singh acquitted: মঙ্গলবার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ২০০২ সালের রঞ্জিত সিং হত্যা মামলায় ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং এবং অন্য চারজনকে বেকসুর খালাস দিয়েছে।

Advertisment

বিচারপতি সুরেশ্বর ঠাকুর এবং বিচারপতি ললিত বাত্রার একটি ডিভিশন বেঞ্চ রাম রহিম সিং, জসবীর সিং, সাবদিল সিং, কৃষাণ লাল এবং অবতার সিং-এর করা আপিলের মঞ্জুরি দেয় ডেরার ম্যানেজার রঞ্জিত সিংয়ের হত্যার ঘটনায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) আদালতের দোষী সাব্যস্ত করার আদেশের বিরুদ্ধে। হাইকোর্ট এখনও বিস্তারিত আদেশ জারি করেনি।

পঞ্চকুলার সিবিআই আদালত ২০২১ সালের অক্টোবরে অভিযুক্ত জসবীর সিং, সাবদিল সিং এবং কৃষাণ লালকে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ১২০বি (ফৌজদারি ষড়যন্ত্র) ধারা ৩০২ (খুন) এর অধীনে শাস্তিযোগ্য অপরাধের জন্য দোষী সাব্যস্ত করেছিল। ডেরা প্রধান রাম রহিম, অবতার সিং, জসবীর সিং, সাবদিল সিং এবং কৃষাণ লালকে আইপিসির ১২০বি ধারার অধীনে অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে যা আইপিসির ৩০২ ধারার সঙ্গে পঠিত এবং ১২০বি ধারার সঙ্গে পঠিত ধারা ৫০৬ (অপরাধমূলক ভয় দেখানো)। CBI আদালত সাবদিল সিংকে অস্ত্র আইন, ১৯৫৯-এর ২৭ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করেছে।

রঞ্জিত সিং, হরিয়ানার সিরসার ডেরার অন্যতম ম্যানেজার, ১০ জুলাই, ২০০২-এ কুরুক্ষেত্রের থানা থানেসরের এখতিয়ারে খুন হন। থানেসর থানায় হত্যা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। ১০ নভেম্বর, ২০০৩-এ, হাইকোর্ট মামলার সিবিআই তদন্তের নির্দেশ দেয়।

আরও পড়ুন Prajwal Revanna: অবশেষে দেশে ফিরছেন ‘পলাতক’ প্রজ্জ্বল, কবে হবেন তদন্তের মুখোমুখি, জানালেন দিনক্ষণ

সিবিআই চার্জশিট অনুসারে, ডেরা প্রধান রঞ্জিত সিংকে ডেরা অনুগামীদের মধ্যে একটি বেনামী চিঠি প্রচার করার জন্য সন্দেহ করেছিলেন। চিঠির বিষয়বস্তুতে ডেরা প্রধানের বিরুদ্ধে ডেরার অভ্যন্তরে মহিলা ভক্তদের (সাধ্বী) যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। এটি একই চিঠি যা সিরসা-ভিত্তিক সাংবাদিক রাম চন্দর ছত্রপতি একটি সংবাদ প্রতিবেদনে তুলে ধরেছিলেন।

পরবর্তীকালে ছত্রপতিকে হত্যা করা হয়। সম্প্রতি ছত্রপতি হত্যা মামলায় খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ডেরা প্রধান। যেহেতু ডেরা প্রধান সেই চিঠির পিছনে রঞ্জিত সিংকে সন্দেহ করেছিলেন, তাই তিনিও তাঁকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ।

haryana Punjab Haryana HC Gurmeet Ram Rahim
Advertisment