Advertisment

Gyanvapi Case: জ্ঞানবাপী মসজিদে পুজো চলবে, এলাহাবাদ হাইকোর্টে বড় ধাক্কা মুসলিম পক্ষের

বারণসী জেলা আদালতের নির্দেশই বহাল রাখল এলাহাবাদ হাইকোর্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
gyanvapi mosque puja

জ্ঞানভাপি মসজিদে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। (এক্সপ্রেস ফাইল ছবি আনন্দ সিং)

বারাণসীর জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে পুজো নিয়ে বড় সিদ্ধান্ত দিল এলাহাবাদ হাইকোর্ট। বারণসী জেলা আদালতের নির্দেশই বহাল রাখল এলাহাবাদ হাইকোর্ট। মসজিদের বেসমেন্টে পুজোর অনুমতি দেওয়া নিয়ে হাইকোর্টে আবেদন করেছিল মসজিদ কমিটি। এরপর টানা ৫ দিন এই বিষয়ে শুনানি হয়। অবশেষে ১৫ ফেব্রুয়ারি শুনানি শেষ করে রায় সংরক্ষিত রাখা হয়। এদিন রায় ঘোষণা করে এলাহাবাদ হাইকোর্ট। মুসলিম পক্ষের আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালের সিঙ্গেল বেঞ্চ এক নির্দেশে জানিয়েছেন, 'মসজিদের বেসমেন্টে পুজো চলবে'।

Advertisment

এদিনের রায়ের পর আইনজীবী প্রভাষ পান্ডে বলেন, 'আজ আদালত মুসলিম পক্ষের আবেদন খারিজ করে দিয়েছে। পুজো চলবে। এটি সনাতন ধর্মের বড় জয়। মুসলিম পক্ষ আদালতের এই সিদ্ধান্ত পর্যালোচনা করতে পারে বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে'। জ্ঞানবাপী মামলায়, হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন বলেছেন, 'আজ এলাহাবাদ হাইকোর্ট মুসলিম পক্ষের আবেদন খারিজ করে দিয়েছে। যার অর্থ হল যে পূজা চলছিল। একই পদ্ধতিতে চলবে। মুসলিম পক্ষ সুপ্রিম কোর্টে গেলে আমরাও সুপ্রিম কোর্টে আমাদের মতামত তুলে ধরব'।

জ্ঞানবাপী মসজিদের ভিতরে হিন্দুদের প্রার্থনা করার অনুমতি দেয় বারাণসী জেলা আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করেছিল অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। আজ সেই মামলার রায় ঘোষণা করে এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালের সিঙ্গল বেঞ্চ বারাণসী জেলা আদালতের রায়কেই এদিন কার্যত বহাল রাখে।

জ্ঞানবাপীর ব্যাস বেসমেন্টে পুজো চলবে এমনটাই জানিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। জ্ঞানবাপী ব্যাস বেসমেন্টে পূজো বন্ধের সিদ্ধান্তে বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করে মুসলিম পক্ষ অর্থাৎ আঞ্জুমান অ্যারেঞ্জমেন্ট মসজিদ কমিটি। এবার এলাহাবাদ হাইকোর্টেও বড় ধাক্কা খেল মুসলিম পক্ষ। মুসলিম পক্ষের আবেদন খারিজ করে আদালত জানিয়েছে মসজিদের বেসমেন্টে পুজো চলবে।

gyanvapi mosque
Advertisment