গতকাল আদালতের রায়ের পর কড়া নিরাপত্তায় জ্ঞানবাপীতে শুরু ASI-এর সমীক্ষা, যদিও হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মসজিদ কমিটি। জানা গিয়েছে আজ শুক্রবার, এই কারণে নামাজকে সামনে রেখে দুপুর ১২টায় সমীক্ষা শেষ করে মসজিদ থেকে নেরিয়ে যাবেন ASI-টিম। মসজিদের বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
হাইকোর্টের আদেশের পর, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (এএসআই / আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া) একটি দল শুক্রবার সকালে বারাণসীর জ্ঞানবাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষার কাজ শুরু করেছে। মসজিদের বাইরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আজ শুক্রবার, এ কারণে দুপুর ১২টা পর্যন্ত চলবে সমীক্ষা। অন্যদিকে, মুসলিম পক্ষ এই সমীক্ষা বয়কট করেছে।
তথ্য অনুযায়ী, সমীক্ষা চলালাকীন মসজিদের ইমাম ও কর্মচারীরা ছাড়া মুসলিম পক্ষের আর কোন প্রতিনিধি সেখানে হাজির থাকবেন না। আগেও, ২৪ জুলাই, মুসলিম পক্ষ কিছু সময়ের জন্য সমীক্ষা বয়কট করে। এসআই-এর অতিরিক্ত ডিরেক্টর অলোক ত্রিপাঠির নেতৃত্বত একটি দল ইতিমধ্যেই সমীক্ষার কাজ শুরু করেছে। আজ সুপ্রিম কোর্টে মুসলিম পক্ষের আবেদনের শুনানি হতে পারে।
এলাহাবাদ হাইকোর্ট থেকে সবুজ সংকেত পাওয়ার পরে, ASI-এর ৫১ সদস্যের একটি দল সমীক্ষা আজ সকালেই পৌঁছেছে জ্ঞানবাপী মসজিদে। এএসআই-এর অতিরিক্ত ডিরেক্টর অলোক ত্রিপাঠি জেলা প্রশাসনকে জানিয়েছেন, সমীক্ষার কাজ শেষ করতে দুই সপ্তাহ মত সময় লাগতে পারে। এলাহাবাদ হাইকোর্টের আদেশ আজ সুপ্রিম কোর্ট স্থগিত না করলে দুই সপ্তাহের মধ্যে সমীক্ষা শেষ হবে।