বারাণসীর এক আদালতের নির্দেশে আজ সকালেই শুরু হয় জ্ঞানবাপী মসজিদের 'বৈজ্ঞানিক সমীক্ষার' কাজ। সমীক্ষার বিরোধিতায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে মসজিদ কমিটি। এর প্রেক্ষিতে আজ সকালে শুরু হয় শুনানি। যুক্তি-তর্ক শেষে আর্কেওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়াকে কোনও প্রকার খনন কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট।
বুধবার (২৬ জুলাই) বিকেল ৫ টা পর্যন্ত বারাণসীর জ্ঞানবাপি মসজিদে 'বৈজ্ঞানিক সমীক্ষা' স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। এই সময়ের মধ্যে শীর্ষ আদালত মসজিদ কমিটিকে হাইকোর্টে যাওয়ার সুযোগ দিয়েছে। কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা করার বিষয়ে বারাণসী জেলা আদালতের আদেশের বিরুদ্ধে একটি পিটিশন দাখিল করেছিল মসজিদ কমিটি। যার শুনানির সময় সুপ্রিম কোর্ট এই আদেশ দেয়।
মসজিদ কমিটির পক্ষে হাজির হয়ে সিনিয়র আইনজীবী হুজাইফা আহমাদি বেঞ্চকে বলেন, শুক্রবার সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আপিল করার সুযোগ পাইনি এবং ইতিমধ্যে সমীক্ষার কাজ শুরু হয়েছে'। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই নিয়ে বলেছেন, 'স্থিতাবস্থা থাকাকালীন কোন খনন যেন না করা হয়'। শুনানি চলাকালীন সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতকে বলেন, 'একটা ইটও তার জায়গায় থেকে সরানো হয়নি। এখন শুধু ছবি তুলে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে সমীক্ষা চালাবে ASI' যদিও শুনানি শেষে সমীক্ষার ওপর স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত।
এদিনের রায়ে মুসলিম পক্ষকে এলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এদিকে আগামী ২৬ জুলাই পর্যন্ত জ্ঞানবাপী মসজিদ নিয়ে বারাণসী আদালতের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগে গত শুক্রবার বারাণসী জেলা আদালত জানায়, ঘিরে রাখা জায়গা ছাড়া জ্ঞানবাপী মসজিদে 'বৈজ্ঞানিক সমীক্ষা' চালাতে পারবে আর্কেওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া।
বিষ্ণু শঙ্কর জৈন, যিনি সুপ্রিম কোর্টের নির্দেশে জ্ঞানবাপি মসজিদ মামলায় হিন্দু পক্ষের প্রতিনিধিত্ব করছেন, তিনি বলেছেন, “সুপ্রিম কোর্ট মসজিদ চত্বরের জরিপের বিষয়ে জেলা আদালতের আদেশ স্থগিত করেছে এবং এলাহাবাদ হাইকোর্টকে নতুন করে সিদ্ধান্ত নিতে বলেছে। আমরা এলাহাবাদ হাইকোর্টে আমাদের যুক্তি উপস্থাপন করব। মুসলিম পক্ষ, সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করেছে এবং বলেছে যে সেখানে খনন শুরু হয়েছে, যা সত্য নয়"। বুধবার বিকেল ৫টা পর্যন্ত জ্ঞানবাপী মসজিদের ASI সমীক্ষার নির্দেশ প্রসঙ্গে বারাণসী আদালতের নির্দেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্ট।