পাকিস্তানে গ্রেফতার করা হল হাফিজ সইদকে। ২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদ। লাহৌর থেকে গুজরানওয়ালা যাওয়ার পথে হাফিজকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে পাক সংবাদমাধ্যম। জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদকে জেলে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। হাফিজকে সন্ত্রাস দমন শাখা গ্রেফতার করেছে বলে খবর।
Advertisment
হাফিজ সৈয়দের গ্রেফতারির খবর নিশ্চিত করেছে জামাত-উদ-দাওয়ায়ের এক মুখপাত্র। উল্লেখ্য, কিছুদিন আগেই এক মামলায় হাফিজ সইদ-সহ ৪ জনের জামিন মঞ্জুর করেছিল লাহৌরের সন্ত্রাস দমন আদালত। জুলাই মাসে জামাত-উদ-দাওয়াই, লস্কর-এ-তইবা ও এফআইএফের বিরুদ্ধে ২৩টি মামলা দায়ের করেছিল সন্ত্রাস দমন শাখা।
হাফিজ সইদের গ্রেফতারি প্রসঙ্গে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রাভিশ কুমার বলেন, ‘‘জঙ্গি সংগঠনের বিরুদ্ধে পদক্ষেপ করে পাকিস্তান আন্তর্জাতিক দুনিয়াকে কৌশলী বার্তা দিতে চাইছে। তবে পাকিস্তানের এমন লোকদেখানো পদক্ষেপে আমাদের বোকা বনে যাওয়া উচিত হবে না’’।
২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার মূলচক্রী হাফিজ সইদ ছিল। ২৬/১১ জঙ্গি হামলায় ১৬৬ জন নিহত হয়েছিলেন। মুম্বই হামলার পরই হাফিজ সইদকে বিশ্ব সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছিল আমেরিকা।