Extreme heat in Mecca:প্রচণ্ড গরমে নাজেহাম বিশ্ববাসী। সৌদি আরবে তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন হজযাত্রীরা। হিটস্ট্রোকে এখন পর্যন্ত কমপক্ষে ৫৫০ হজযাত্রীর মৃত্যু হয়েছে।
রিপোর্ট অনুসারে জানা গিয়েছে মৃতদের মধ্যে কমপক্ষে ২৩২ জন মিশরের বাসিন্দা। পাশাপাশি প্রচণ্ড দাবদাহে জর্ডানের ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিভিন্ন দেশের মানুষ মিলিয়ে এখন পর্যন্ত মোট ৫৭৭ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। মক্কার অন্যতম বৃহত্তম মর্গ আল-মুআইসামে মোট ৫৫০ টি মৃতদেহ রাখা রয়েছে।
গত মাসে সৌদির পক্ষ থেকে রিপোর্ট প্রকাশ করা হয় যাতে বলা হয়েছিল যে জলবায়ু পরিবর্তনের কারণে হজযাত্রা প্রভাবিত হবে। প্রতিবেদনে অনুসারে প্রতি দশকে তাপমাত্রা ০.৪ ডিগ্রি সেলসিয়াস (০.৭২ ডিগ্রি ফারেনহাইট) বৃদ্ধি পাচ্ছে। সৌদি আরবের আবহাওয়া বিভাগ জানিয়েছে, এ বছর মক্কার গ্র্যান্ড মসজিদে তাপমাত্রা ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
আরও পড়ুন : <EVM Controversy after Elon Musk Post: ইভিএম ইস্যুতে বিতর্কের ঝড়! বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন!>
গত বছরও গরমের জেরে প্রায় ২৪০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, গরমে অসুস্থ হয়ে পড়া প্রায় দুই হাজার হজযাত্রীকে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। সৌদি কর্তৃপক্ষ তীর্থযাত্রীদের ছাতা ব্যবহার করার, প্রচুর জল পান করার এবং গরমে বাইরে না বেরোনোর পরামর্শ জারি করেছে।