Advertisment

Haldwani Violence: তদন্তে নয়া মোড়,পরকীয়া ফাঁস হতেই খুন তরতাজা যুবক? কী জানাল পুলিশ

প্রকাশকে খুনের ঘটনার নেপথ্যে রয়েছে ত্রিকোণ প্রেম?

author-image
IE Bangla Web Desk
New Update
Prakash Kumar Singh

প্রকাশকে খুনের ঘটনার নেপথ্যে রয়েছে ত্রিকোণ প্রেম। এমনটাই জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, এক কনস্টেবলের স্ত্রীর সঙ্গে সম্পর্কের কারণেই খুন করা হয় প্রকাশকে। কনস্টেবল ও তার সহযোগীরা খুন করেছে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে।

চাকরির খোঁজে গিয়ে হিংসার কবলে বিহারের যুবক। চলে গেল তরতাজা প্রাণ। মৃত্যুর ঘটনায় দিশেহারা প্রকাশের পরিবার। হলদওয়ানি হিংসার পর কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। পরিস্থিতি এখন অনেকটাই স্বভাবিক। হিংসার ঘটনায় নিহত হন মোট পাঁচজন। যার মধ্যে রয়েছেন বিহারের এক যুবক।

Advertisment

চাকরির সন্ধানে এসেছিলেন তিনি। আর বাড়ি ফেরা হল না। হিংসার ঘটনা কেড়ে নিল তরতাজা প্রাণকে। হিংসার কেন্দ্রস্থল থেকে ২ কিলোমিটারেরও বেশি দূরে প্রকাশ কুমার সিং-এর মৃতদেহ উদ্ধার করা হয়। মাথায় গুলির চিহ্ন ছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে হিংসার ঘটনায় মৃত্যু হয়নি প্রকাশের।

প্রকাশকে খুনের ঘটনার নেপথ্যে রয়েছে ত্রিকোণ প্রেম। এমনটাই জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, এক কনস্টেবলের স্ত্রীর সঙ্গে সম্পর্কের কারণেই খুন করা হয় প্রকাশকে। কনস্টেবল ও তার সহযোগীরা খুন করেছে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন : < Farmers Protest: কৃষকদের সঙ্গে তৃতীয় বৈঠকে মিলল সমাধানসূত্র? কী জানালেন কেন্দ্রীয় মন্ত্রী? >

নৈনিতালের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) প্রহ্লাদ নারায়ণ মীনা বলেছেন, “তদন্তের সময়, মৃত ব্যক্তির মোবাইল পরীক্ষা করেই সামনে অবৈধ সম্পর্কের বিষয়টি। এই ঘটনা জানাজানি হতেই কনস্টেবল, তার স্ত্রী এবং তার সঙ্গী নাঈম খান, ওরফে বাবলু, প্রকাশকে হত্যার ষড়যন্ত্র করে'।

আরও পড়ুন : < Pice hotel kolkata: বোনকে ‘মানুষ’ করতে প্রাণপাত দাদার, কলকাতার ফুটপাতে একা হাতে কঠিন লড়াই সাগরের >

বৃহস্পতিবার এই ঘটনায় প্রকাশের ঘনিষ্ঠ বীরেন্দ্র এবং তার সহযোগীদের গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করে আরও বিশদে ঘটনার কথা জানার চেষ্টা করছে পুলিশ"। এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার হলেন, উধম সিং নগর পুলিশ কনস্টেবল বীরেন্দ্র সিং (৩৬), তার শ্যালক সুরজ বাইন (২৮), এবং তার সহযোগী প্রেম সিং (৩০) এবং নাঈম খান (৫০)। বীরেন্দ্রের স্ত্রী পলাতক বলেই জানিয়েছে পুলিশ।

Uttarakhand
Advertisment