Haldwani Violence Updates: অবৈধ মাদ্রাসা এবং মসজিদ ভেঙে ফেলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় উত্তরাখণ্ডের হলদওয়ানি। বৃহস্পতিবার সরকারি কর্মকর্তরা একটি অবৈধ মাদ্রাসা-মসজিদ ভেঙে দেন। তারপরই ক্ষেপে ওঠে স্থানীয় একদল মানুষ। এই হামলায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক পুলিশ কর্মী। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা বন্ধ। এই ঘটনার পর গোটা রাজ্য জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
হলদওয়ানির পাশাপাশি দেরাদুন, হরিদ্বার ও উধম সিং নগর জেলাতেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। সব থানার আধিকারিকদের স্পর্শকাতর এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে কোনরমকের গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে প্রশাসনের তরফে।
গোটা ঘটনার উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী পুষ্কর ধামিও। পুরো বিষয় নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের কাছ প্রতি মুহূর্তের আপডেট নিচ্ছেন তিনি। উত্তেজনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি একটি উচ্চ-পর্যায়ের বৈঠক ডাকেন। পাশাপাশি দাঙ্গাকারীদের দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : < Pakistan Election Results 2024: জেলে বসেই দাপট ইমরানের, পাক মসনদে এবার কে? জবাব কিছুক্ষণেই >
এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বর্তমানে উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের ডিআইজি জানিয়েছেন, 'এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার পিছনে যারা রয়েছেন তাদের চিহ্নিত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'