Hamas and Israel ceasefire: যুদ্ধবিরতি চুক্তির অধীনে ৪ মহিলা যোদ্ধাকে মুক্তি! ঘরে ফিরছেন ইজরায়েলের পণবন্দিরা

Hamas and Israel ceasefire: গাজায় ১৫ মাস ধরে চলা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে প্রায় ২০০ প্যালেস্তানীয় বন্দির বিনিময়ে শনিবার চার ইজরায়েলি সেনাকে মুক্তি দিয়েছে হামাস।

author-image
IE Bangla Web Desk
New Update
Hamas and Israel ceasefire:

যুদ্ধবিরতি চুক্তির অধীনে ৪ মহিলা যোদ্ধাকে মুক্তি! Photograph: (ফাইল ছবি)

Hamas and Israel ceasefire: যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৪ ইজরায়েলি সেনাকে মুক্তি দিল হামাস, বিনিময়ে ২০০ প্যালেস্তানীয় বন্দীকে মুক্তি দেবে ইজরায়েল। 

Advertisment

গাজায় ১৫ মাস ধরে চলা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে প্রায় ২০০ প্যালেস্তানীয় বন্দির বিনিময়ে শনিবার চার ইজরায়েলি সেনাকে মুক্তি দিয়েছে হামাস। সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে  চার সেনাকে  গাজায় রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিপোর্ট অনুসারে চার মহিলা সেনাকে মুক্তি দেওয়ার আগে, গাজা শহরের প্যালেস্তাইন স্কোয়ারে হামাসের জঙ্গিরা এবং প্রচুর সাধারণ মানুষ জড়ো হন।  চার মহিলা সেনাকে গাড়ি থেকে নামিয়ে মঞ্চে আনা হয়। গাজায় চার বন্দিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করার সাথে সাথে তেল আবিবে উল্লাসধ্বনি শুরু হয় যেখানে বন্দীদের পরিবার এবং বন্ধুরা জড়ো হয়েছিলেন। 

প্রতিবেদন অনুসারে, চারজন মহিলাই ইজরায়েল সেনার সদস্য। যাদের গত ৭ অক্টোবর হামাসের হামলার সময় অপহরণ করা হয়েছিল। এই চারজনের বিনিময়ে, ইজরায়েল ২০০ প্যালেস্তিনীয় বন্দীকে মুক্তি দেবে। মোট ১৮০০-১৯০০ প্যালেস্তিনীয় বন্দীকে যুদ্ধবিরতি চুক্তির অধীনে মুক্তি দেবে ইজরায়েল। 

Advertisment

গত রবিবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর, গাজায় আটক প্রতিটি ইজরায়েলি সেনার বিনিময়ে ৫০ জন প্যালেস্তিনীয় বন্দী এবং যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে আটক প্রতিটি বন্দীর জন্য ৩০ জন মহিলা বন্দীকে মুক্তি দিতে ইজরায়েল সম্মত হয়েছে। প্রথম বন্দি প্রত্যাবর্তনে তিন মহিলা ইজরায়েলি বন্দী এবং ৯০ জন প্যালেস্তিনীয় বন্দীকে মুক্তি দেওয়া হয়।

আমেরিকা, কাতার এবং মিশরের নেতৃত্বে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছে 

মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের নেতৃত্বে ইজরায়েল এবং হামাসের মধ্যে কয়েক মাস ধরে  পরোক্ষ আলোচনার পর এই যুদ্ধবিরতি কার্যকর হয়। ৭ অক্টোবর ২০২৩ সালে হামাস ইজরায়েলে আক্রমণের পর শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শেষ হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় যুদ্ধে কমপক্ষে ৪৭,২৮৩ জন প্যালেস্তিনীয় নিহত এবং ১,১১,৪৭২ জন আহত হয়েছেন।

Israel Hamas Israel-Iran conflict