গত বছরের অক্টোবর থেকে ইজরায়েল ও হামাসের মধ্যে চলছে ভয়ঙ্কর যুদ্ধ। দুই দেশের মধ্যে চলমান এই যুদ্ধে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে। অবশেষে এখন হামাস ইজরায়েলের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব সামনে এনেছে। ইজরায়েলি বাহিনীর বিরুদ্ধে ক্রমাগত লড়াই চালিয়েছে হামাস। এখন তারাই যুদ্ধবিরতির পরিকল্পনার প্রস্তাব দিয়েছে ইজরায়েলকে। গত সপ্তাহে কাতার ও মিশর থেকে মধ্যস্থতাকারীদের পাঠানো একটি প্রস্তাবের প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছে হামাস। কাতার এর আগেও দাবি করেছিল যে হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্স জানায়, ইসরায়েলের সামনে তিন ধাপের পরিকল্পনার আওতায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে হামাস। এই পরিকল্পনার আওতায় সাড়ে চার মাসের যুদ্ধের সমাপ্তি ঘটবে। প্রস্তাবের অধীনে, ইসরায়েল গাজা উপত্যকা থেকে তার সেনা প্রত্যাহার করবে এবং শেষ পর্যন্ত যুদ্ধ শেষ করতে একটি চুক্তিতে পৌঁছানো যেতে পারে বলেই জানিয়েছে হামাস।
ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, হামাসের প্রস্তাব বিস্তারিত ভাবে খতিয়ে দেখা হচ্ছে। যদিও এবিষয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কোন মন্তব্য করেনি। গত বছরের ৭ অক্টোবর হামাস-শাসিত গাজার জঙ্গিরা দক্ষিণ ইসরায়েলে ১২০০ জনকে হত্যা করে এবং ২৫৩ জনকে বন্দি করার পর ইজরায়েল গাজায় তার সামরিক অভিযান শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রক বলছে, ইকরায়েলের সামরিক অভিযানে কমপক্ষে ২৭,৫৮৫ প্যালেস্তাইনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন আরও বহু মানুষ এমনই আশঙ্কা।