Advertisment

‘সন্ত্রাসবাদী সংগঠন নয়, হামাস লড়ছে প্যালেস্তাইনের ভূমি রক্ষার লক্ষ্যে’ বড় দাবিতে বিরাট শোরগোল

বড় দাবিতে বিরাট শোরগোল ফেললেন তুরস্কের প্রেসিডেন্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
hamas,hamas terrorists definition,hamas definition terrorists,hamas terrorists,israel hamas war,bbc hamas terrorists,hamas attack israel,hamas global terrorists word,hamas israel,hamas attacks israel,hamas attacks israel hostages,what is hamas?,hamas militants infiltrate israel,israel hamas,hamas leader,who is hamas in gaza,terrorist attack israel,terrorist,who is hamas and hezbollah,hamas terror world,who is hamas leader,hamas terror outfit world,Bangla News, Latest Bangla News, News in Bangla, Bengali News, Latest Bengali News, News in Bengali

ইজরায়েলের বিরুদ্ধে হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।

‘সন্ত্রাসবাদী  সংগঠন নয়, হামাস লড়ছে প্যালেস্তাইনের ভুমি রক্ষার  লক্ষ্যে’! বড় দাবিতে বিরাট শোরগোল ফেললেন তুরস্কের প্রেসিডেন্ট। রিসেপ তাইয়েপ এর্দোগান  হামাস একটি স্বাধীনতাকামী দল বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, হামাস প্যালস্তাইনি  ভূখন্ড এবং জনগণের সুরক্ষার জন্য লড়াই করছে।  

Advertisment

ইজরায়েলের বিরুদ্ধে হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।  গাজা উপত্যকায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইজরায়েল।  এই প্রেক্ষাপটে বড় দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর্দোগান ।

তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, "হামাস কোন জঙ্গি গোষ্ঠী নয়।  এটি একটি মুক্তিকামী সংগঠন যা তার ভূমি রক্ষার জন্য লড়াই করছে।" তুরস্কের পার্লামেন্টে তিনি এ কথা বলেন। ইজরায়েল ও হামাসের উচিত এখনই অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো। দীর্ঘস্থায়ী শান্তির জন্য মুসলিম দেশগুলোকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি। গাজায় হামলা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে বিশ্বের বাকি দেশের প্রতিও অনুরোধ জানিয়েছেন তিনি।

এর্দোগান বলেন, রাফাহ সীমান্ত মানবিক সহায়তার জন্য উন্মুক্ত রাখতে হবে এবং বন্দিদের মুক্তির বিষয়ে অবিলম্বে আলোচনার পথ খোলা রাখতে হবে। ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বন্ধে রাষ্ট্রসংঘের ভূমিকা হতাশা প্রকাশ করেন তিনি।

ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ এখনো চলছে এবং হামাস বাহিনী পিছু হটতে প্রস্তুত নয়। যদিও ইজরায়েল রাষ্ট্রসংঘের সরবরাহকৃত অত্যাবশ্যকীয় পন্যসামগ্রী গাজা উপত্যকায় যাওয়ার অনুমতি দিয়েছে, তবুও গাজা উপত্যকায় বোমা হামলা ও বিমান হামলা চলছেই। এখন ইজরায়েল হামাসকে পুরোপুরি নির্মূল করার দৃঢ় সংকল্প স্পষ্ট করেছে।

Israel-Palestine clash
Advertisment