ইজরায়েল সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন বন্দি মার্কিনীদের উদ্ধার তাঁর অগ্রাধিকার। এর ঠিক কয়েক ঘন্টার মধ্যেই দুই মার্কিনীকে মুক্তি দিল হামাস। ১৪ দিন ধরে হামাসের হাতে বন্দি ছিলেন ২ মার্কিন মহিলা। তাদের মুক্তির খবর সামনে আসতেই দুই মার্কিনীকে ফোন করে তাঁদের খোঁজখবর নেন প্রেসিডেন্ট জো বাইডেন।
৭ অক্টোবর, হামাস ইজরায়েল আক্রমণ করে, সেখানে ৭০০ জনেরও বেশি নাগরিককে হত্যা করে এবং ১৫০ জনেরও বেশি নাগরিককে বন্দি করে। শনিবার (২১ অক্টোবর) ছিল ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধের ১৪ তম দিন। এদিন ২ সপ্তাহ আগে হামাসের হাতে বন্দী ২ মার্কিন মহিলাকে মুক্তি দিয়েছে হামাস। তাদের মুক্তির পর মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন কাতারকে ধন্যবাদ জানিয়েছেন। এর পাশাপাশি জো বিডেন ফোনে কথা বলেন তাদের সঙ্গে।
মুক্তি পাওয়া দুই মহিলার সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘আমি ২ সদ্য মুক্তি পাওয়া মার্কিন নাগরিকের সঙ্গে কথা বলেছি। তাদের বিষয়ে খোঁজ খবর নিয়েছি। সেই সঙ্গে তাদের বার্তা দিয়েছি, আমেরিকা তাদের পাশে আছে’। তিনি আরও বলেন, ‘জিল এবং আমি লাখ লাখ মার্কিনীদের পাশে চিরকাল দাঁড়িয়েছি’।
এক টুইট বার্তায় প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমি ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছি। এর পাশাপাশি, আমি গাজায় মানবিক সহায়তা প্রদানের বিষয়ে তার সঙ্গে কথা বলেছি হামাসের হাতে বন্দিদের নিরাপদ মুক্তির বিষয়েও তাঁর সঙ্গে কথা বলেছি’।
আরও পড়ুন: < ভারত-কানাডা কূটনৈতিক সংঘাতে নয়া মোড়, আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ ট্রুডো’র >
প্রেসিডেন্ট বাইডেন ইউরোপীয় ইউনিয়নের সভাপতি উরসুলা ফন ডার লেয়েনের সঙ্গেও কথা বলেছেন। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইজরাইল-হামাস যুদ্ধ আমেরিকা ও ইউরোপকে কাছাকাছি নিয়ে এসেছে, এমন পরিস্থিতিতে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ রেখে দাঁড়িয়েছি। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় শীর্ষ সম্মেলন উপলক্ষে হোয়াইট হাউসে দুই নেতার বৈঠক হয়।