Advertisment

আরও জোরালো আক্রমণের সম্ভাবনা? ২৪ ঘণ্টার মধ্যে গাজা উপত্যকা খালি করার ভয়ঙ্কর সতর্কবার্তা

হামাস জঙ্গিরা মানব ঢাল হিসেবে ব্যবহার করছে গাজা উপত্যকার বাসিন্দাদের!

author-image
IE Bangla Web Desk
New Update
"Israel Palestine War, Israel Hamas War, Israel News, Hamas Attack, Gaza Atack, Israel Gaza Conflict, Hamas News, Israel Palestine Conflict, Israel Palestine War Live, Israel Latest News, Israel Hamas War Live, Benjamin Netanyahu, Israel Hamas War Explained, Operation Ajay, Israeli Prime Minister, Gaza Strip, Iraq, Syria, Israel Hamas Latest Updates, Indian Express"

আরও জোরালো আক্রমণের সম্ভাবনা? ২৪ ঘণ্টার মধ্যে গাজা উপত্যকা খালি করার ভয়ঙ্কর সতর্কবার্তা

২৪ ঘণ্টার মধ্যে গাজা খালি করার ভয়ঙ্কর সতর্কবার্তা ইজরায়েলের। আন্তর্জাতিক মঞ্চে হামাসের হামলার বিষয়টি জোরালোভাবে তুলে ধরছে ইজরাইল। বৃহস্পতিবার মার্কিন বিদেশ সচিব ইজরাইল সফর করেন। এ সময় ইসরায়েল দাবি করে যে তারা অ্যান্টনি ব্লিঙ্কেনকে এমন কিছু ছবি দেখিয়েছেন যাতে শিশুদের শিরচ্ছে করে পুড়িয়ে মারছে হামাস জঙ্গিরা।

Advertisment

শনিবার হামাসের হামলার পর থেকে ইজরায়েল গাজা উপত্যকায় লাগাতার বিমান হামলা চালাচ্ছে। এর পাশাপাশি ইজরায়েল রাষ্ট্রসংঘকে ২৪ ঘণ্টার মধ্যে গাজায় বসবাসরত প্যালেস্তাইনের বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নিতে বলেছে। রাষ্ট্রসংঘের একজন মুখপাত্র বলেছেন, এই এলাকায় ১০ লাখের বেশি প্যালেস্তাইনের মানুষ বসবাস করেন যা গাজার জনসংখ্যার অর্ধেক। ইজরাইলের এই হুঁশিয়ারি প্রত্যাহারের আবেদন করেছে রাষ্ট্রসংঘ।

রাষ্ট্রসংঘ বলেছে, "এমন আদেশ মেনে নেওয়া কার্যত অসম্ভব, এমন হলে তা মানবতার পক্ষে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে ।" উল্লেখ্য, ইজরাইল গাজা এলাকায় প্রায় তিন লাখ রিজার্ভ ফোর্স মোতায়েন করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিমান হামলা ছাড়াও স্থল অভিযানেরও প্রস্তুতি নিচ্ছে ইজরাইল। বিবিসি জানিয়েছে, গাজা সীমান্তে ট্যাংক ও অন্যান্য অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করেছে ইজরাইল।

রাষ্ট্রসংঘে নিযুক্ত জরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেছেন, রাষ্ট্রসংঘের প্রতিক্রিয়া 'লজ্জাজনক'। তিনি বলেন, ইজরাইল প্রথমে গাজার জনগণকে সতর্ক করতে চায় এবং হামাসের বিরুদ্ধে অভিযানে নির্দোষ মানুষের মৃত্যু চায় না ইজরায়েল।

হামাসের হামলায় এখনও পর্যন্ত ১৩০০-এরও বেশি ইজরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে, এবং গাজায় ইজরায়েলের পালটা আক্রমণে ১৫০০ এরও বেশি প্যালেস্তাইনের বাসিন্দা নিহত হয়েছেন। গাজায় ৬ দিনে ২২ হাজারের বেশি বহুতম ধ্বংস হয়েছে। হামলায় ১০ টি হাসপাতাল এবং ৪৮টি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রসংঘের তথ্যঅনুসারে, গাজা উপত্যকায় ৩ লাখের বেশি মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

Israel-Palestine clash
Advertisment