হামাস ইজরায়েলের গণতন্ত্রকে ধ্বংস করতে চেয়েছিল। এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনে। এদিকে হামাস-ইজরায়েলের যুদ্ধ আজ ১৪ তম দিনে পা দিয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে হুঙ্কার ছুঁড়ে বলেন, ‘এই লড়াই দীর্ঘ হবে এবং আমরা অবশ্যই জিতব’।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন পুতিনকে হামাসের সঙ্গে তুলনা করে বলেছেন- ‘উভয়’ই গণতন্ত্রকে ধ্বংস করতে চায়’। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও রুশ প্রেসিডেন্ট পুতিনের ওপর কড়া আক্রমণ করেছেন। তিনি বলেন, হামাস ও রাশিয়া উভয়েই গণতন্ত্র ধ্বংস করতে উদ্যত। তিনি বলেছেন, ‘ইউক্রেন ও ইজরায়েলকে সাহায্য করার জন্য বড় অঙ্কের তহবিল অনুমোদনের জন্য তিনি শুক্রবার মার্কিন কংগ্রেসে সুপারিশ করবেন।
শুক্রবার ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, "হামাস ও পুতিন উভয়েই প্রতিবেশী দেশের গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চায়।" তিনি বলেন, "আন্তর্জাতিক আগ্রাসন চলতে থাকলে, সংঘাত এবং বিশৃঙ্খলা বিশ্বের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে।"
তাঁর ভাষণে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘বন্দি মার্কিন নাগরিকদের হামাসের কবল থেকে মুক্ত করায় আমার অগ্রাধিকার’। বাইডেন যোগ করেছেন, "আমি প্যালেস্তাইনের প্রেসিডেন্ট আব্বাসের সাথেও কথা বলেছি এবং পুনর্ব্যক্ত করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র প্যালেস্তাইনের জনগণের মর্যাদা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। "গাজার সাধারণ প্যালেস্তাইনি নাগরিকদের মৃত্যুতে আমিও মর্মাহত। প্রতিটি নিরপরাধ মানুষের মৃত্যু আমার কাছে মর্মান্তিক”।
বাইডেন আরও বলেন, “ইজরায়েল এবং মিশরের সঙ্গে আলোচনার সময়, আমি গাজায় প্যালেস্তাইনি নাগরিকদের জন্য রাষ্ট্রসংঘের কাছে মানবিক সহায়তা চেয়েছিলাম এবং আমরা সাফল্য অর্জন করেছি। গাজায় মানবিক ত্রাণ সহায়তা পৌঁছাতে রাফাহ সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিশর।"