New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-226.jpg)
ভিডিও দেখে শিউরে উঠেছে তামাম বিশ্ব।
ভিডিও দেখে শিউরে উঠেছে তামাম বিশ্ব।
ভিডিও দেখে শিউরে উঠেছে তামাম বিশ্ব।
হামাসের প্রথম হামলার ভিডিও, সামনে এনে চমকে দিল ইজরায়েল। ভয়াবহ এই ভিডিও দেখে শিউরে উঠেছে তামাম বিশ্ব। ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে হামাস জঙ্গিরা রাস্তা অবরোধ করে নির্বিচারে গুলি ছুঁড়ছে। ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলের নোভা মিউজিক ফেস্টিভ্যালে হামাসের ভয়াবহ জঙ্গি হামলার ভিডিও সামনে এসেছে। এই ভিডিও দেখে হামাসের বর্বরতা দেখে শিউরে উঠেছেন তামাম বিশ্ববাসী। ইজরাইল সেনাবাহিনী তাদের অ্যাকাউন্টে এই ভিডিও শেয়ার করেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে হামাস জঙ্গিরা ইজরায়েলি জনগণের কীভাবে নৃশংসতা চালিয়েছে। ভিডিওটি দেখলে যে কেউ চমকে উঠতে বাধ্য হবেন।
ইজরায়েল ও হামাসের মধ্যে চলছে ভয়ঙ্কর যুদ্ধ। লাখ লাখ মানুষ এই যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছেন। প্রতিদিনই সামনে আসছে যুদ্ধের নানান ভিডিও। যুদ্ধের পর ১৭ পর হামাসের প্রথম দিনের হামলার ভিডিও ফুটেজ সামনে এনেছে ইজরায়েল। এরপরই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল।
উল্লেখ্য, ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলের নোভা মিউজিক ফেস্টিভ্যালে জঙ্গি হামলার ঘটনা ঘটে। ইজরায়েলি সেনাবাহিনী তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে এর একটি নতুন ভিডিও শেয়ার করেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে কিভাবে হামাসের জঙ্গিরা সাধারণ মানুষকে টার্গেট করেছে। জঙ্গিরা একের পর এক নিরীহ মানুষের ওপর গুলি চালাচ্ছে। তারা খুব নির্মমভাবে মানুষ খুন করছে।
জঙ্গিরা একটি খোলা জিপে করে নির্বিচারে গুলি চালায়। নোভা উৎসবে ২৬০ জনেরও বেশি ইজরায়েলি নিহত হয়েছিলেন। ইজরাইল এখন এই হামলার ভিডিও শেয়ার করেছে। এর ক্যাপশনে লেখা হয়েছে এটি নোভা উৎসবে হামলার ভিডিও। এই হামলায় ২৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়। সন্ত্রাসীরা রাস্তা অবরোধ করে রেখেছিল, যাতে লোকজন সেখান থেকে পালাতে না পারেন। যারা পায়ে হেঁটে পালানোর চেষ্টা করেছিল তাদেরও গুলি করা হয়।
More horrific scenes from Be'eri: pic.twitter.com/wG04K9DJuB
— Israel War Room (@IsraelWarRoom) October 22, 2023