'ইজরায়েল যদি গাজায় প্রবেশ করে…. কবরস্থানে পরিণত হবে'! ইজরায়েল-হামাস যুদ্ধে এবার ইজরায়েলকে ভয়ঙ্কর হুমকি দিয়েছে ইরান। পাশাপাশি আমেরিকাকেও এক হাত নিয়ে 'কাঠের পুতুল' বলে উল্লেখ করেছে।
ইরানের বিদেশ মন্ত্রী বলেছেন, গাজা উপত্যকায় ইজরায়েলের যে কোন প্রকারের স্থল হামলা মধ্যপ্রাচ্যের অন্যত্র সংঘাত সৃষ্টির কারণ হতে পারে। একই সঙ্গে আমিরাবদুল্লাইয়ান আমেরিকাকে ইজরায়েলের পুতুল বলেও কঠোর সমালোচনা করেছেন। গত ৭ অক্টোবর শনিবার থেকে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে।
ইরানের বিদেশ মন্ত্রী এদিন আমেরিকাকেও কার্যত হুঙ্কারের সুরে বলেছেন, যুদ্ধের পরিধি বাড়লে আমেরিকারও ব্যাপক ক্ষতি হবে। এদিকে স্থল হামলার আশঙ্কায় ইজরায়েল উত্তর গাজার ১১ লক্ষের বেশি বাসিন্দাকে দক্ষিণে সরে যেতে নির্দেশ দেওয়ার পরে হাজার হাজার প্যালেস্তাইনি নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন। ইজরায়েলি বিমান হামলায় ৭২৪ শিশুসহ অন্তত ২৩২৯ জন প্যালেস্তাইনি নাগরিক নিহত হয়েছেন।
হামাসের সামরিক অভিযানে নিহত ইজরায়েলির সংখ্যা ১৩০০। ইজরায়েলি সামরিক বাহিনী বলেছে যে তারা লেবাননের লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের ভূখণ্ডে একজন নিহত হওয়ার পর। হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। ইরান ইসরায়েলকে সতর্ক করেছে যে ইজরায়েলি বাহিনী স্থল আক্রমণের জন্য গাজায় প্রবেশ করলে আঞ্চলিক উত্তেজনা বাড়বে।
ইরান দীর্ঘদিন ধরে গাজায় হামাসের পাশাপাশি লেবাননের জঙ্গি সংগঠন হিজবুল্লাহকে সমর্থন করে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল উভয়কেই গাজা যুদ্ধে জড়ানো বা পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করার বিরুদ্ধে সতর্ক করেছে ইরান। ইরান ইজরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে অবিলম্বে প্যালেস্তাইনিদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে। শুধু তাই নয়, ইজরায়েলকে সমর্থন করার জন্য আমেরিকার সমালোচনাও করেছে ইরান। গাজা উপত্যকায় জল, বিদ্যুৎ ও খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে ইজরাইল।