Elon Musk: টেসলার সিইও ইলন মাস্ক ইভিএম নিয়ে একটি বড় বিতর্ক সামনে এনেছেন। তিনি দাবি করেছেন আজকাল এআইয়ের যুগে ইভিএম হ্যাকিং সম্ভব। পাশাপাশি তিনি ইভিএম বাতিলের দাবিতে সরব হয়েছেন। মাস্কের এই মন্তব্যের পর বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর এর পাল্টা জবাব দিয়েছেন। তিনি বলেছেন, মাস্কের বক্তব্যের কোনো সত্যতা নেই। এ বিষয়ে মাস্ক আবারও জবাব দিয়ে বলেন, 'যে কোনো কিছু হ্যাক হতে পারে'।
বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর মাস্কের বক্তব্যের জবাব দিয়েছেন। তিনি বলেছেন, " ইভিএম হ্যাক করা সম্ভব নয়। মাস্কের বক্তব্যের কোনো সত্যতা নেই। ভারতে এসে এই সংক্রান্ত পাঠ হাতে কলমে নেওয়া উচিৎ তাঁর । রাজীব চন্দ্রশেখর মাস্কের মন্তব্যের সমালোচনা করে বলেছিলেন যে মাস্কের কথায় অর্থ হ'ল কেউ নিরাপদ ডিজিটাল হার্ডওয়্যার তৈরি করতে পারে না। তার এই ধারণা ভুল" । তাঁর আরও দাবি, 'কোন সংযোগ নেই, ব্লুটুথ, ওয়াইফাই, ইন্টারনেট নেই। ফ্যাক্টরি প্রোগামড কন্ট্রোলার থাকে যাকে নতুন করে প্রোগ্রাম করা যায় না। সঙ্গে তিনি মাস্ককে কটাক্ষ করে বলেছেন, 'আমরা ইভিএম নিয়ে হাতেকলমে শিক্ষা দিতেই পারি'।
আরও পড়ুন : < Trudeau Modi Meet: তর্জন গর্জনই সার! মোদীকে সামনে পেয়ে ঢোঁক গিললেন ট্রুডো, হাতে হাত রেখে কী বার্তা? >
এদিকে ইলন মাস্কের মন্তব্যের পরই মুখ খুলেছেন কংগ্রেস নেতা রাহল গান্ধী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করার পরে, তিনি প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন সম্পর্কে মন্তব্য করে বলেন, "নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা কমে গেলে গণতন্ত্র শেষ হয়ে যায়।"