Advertisment

মহরম ও আগামী রবিবার-ও খোলা থাকবে পোস্ট অফিস! কেন জানেন?

পতাকা তিনটি আকারে পাওয়া যাচ্ছে। ভিন্ন আকারের পতাকাগুলির দাম ২৫ টাকা, ১৮ টাকা এবং ৯ টাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
har ghar tiranga campaign Post offices to remain open on all days till August 15

১৪ তারিখ পর্যন্ত প্রত্যেকদিন খোলা থাকবে পোস্ট অফিস।

স্বাধীনতার ৭৫বর্ষ বড় করে উদযাপনে নানা পদক্ষেপ করেছে কেন্দ্র। এর মধ্যে অন্যতম 'হর ঘর তিরাঙ্গা'। ১৩ তারিখ থেকেই প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের অনুরোধ করেছেমোদী সরকার। দেশবাসীকে উৎসাহিত করতে পোস্ট অফিসে খাম, পোস্ট কার্ডের মত মিলছে জাতীয় পতাকাও। মাত্র ২৫ টাকায় পোস্ট অফিসে জাতীয় পতাকা বিক্রি হচ্ছে। যা কিনতে মানুষের উৎসাহ নজরে পড়ছে। পতাকা কিনতে রীতিমত লাইন পড়ছে। ফলে মানুষের হয়রানি রুখতে আগামী ১৪ অগাস্ট পর্যন্ত খোলা থাকবে সব পোস্ট অফিস।

Advertisment

কেন্দ্র জানিয়েছে, মহররম (৯ অগাস্ট) এবং আগামী রবিবার (১৪ অগাস্ট) পোস্ট অফিস খোলা থাকবে। এই দু'দিন দেশের সব পোস্ট অফিসের অন্তত একটি করে কাউন্টার খোলা থাকবে।

শুধু অফলাইনেই নয়, পতাকা সরবরাহের প্রক্রিয়াটিকে সহজতর করতে সরকার বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট এবং স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছে। epostoffice@indiapost.gov.in ওয়েবসাইট থেকে অনলাইনে জাতীয় পতাকা অর্ডার করা যেতে পারে।

পতাকা তিনটি আকারে পাওয়া যাচ্ছে। ভিন্ন আকারের পতাকাগুলির দাম ২৫ টাকা, ১৮ টাকা এবং ৯ টাকা।

গত মাসে, সরকার "পতাকা কোড" সংশোধন করেছে। ফলে এখন সূর্যাস্তের পরেও তেরঙ্গা উত্তোলন করা যাচ্ছে। পলিয়েস্টার, তুলো, উল এবং খাদির উপাদান দিয়ে পতাকা তৈরিতে ছাড় দেওয়া হয়েছে।

New Delhi
Advertisment