Advertisment

বাল সেবা যোজনায় হরিয়ানায় Corona-য় অনাথ শিশুদের দত্তক নেবে সরকার

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাল সেবা যোজনায় করোনায় অনাথ শিশুদের দায়িত্ব নেবে হরিয়ানা সরকার। সোমবার এই ঘোষণা করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। এই যোজনায় বিশাল নামে এক কিশোরকে সোমবার দত্তক নিয়েছে রাজ্য সরকার।
সম্প্রতি করোনায় মৃত বিশালের বাবা-মা। গোটা পরিবার ফরিদাবাদেয বাসিন্দা।

Advertisment

হরিয়ানা সরকারের এক মুখপাত্র সোমবার বলেছে, 'চণ্ডীগড়  থেকে দিল্লি ফেরার পথে দীপ আশ্রম ঝটিকা সফর করেন মুখ্যমন্ত্রী। তখনই বিশাল-সহ অন্য শিশু-কিশোরদের সম্পর্কে জানতে পারেন। তারপরেই এই প্রকল্পের ঘোষণা করেন।'

দেশে অনেকটাই কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৭৩৪ জন। ৯ এপ্রিলের পর এইপ্রথম এতটা কমল সংক্রমণ। বরং সুস্থতার হারে রেকর্ড তৈরি হয়েছে।

দেশে বরং এখন দ্বিগুণ হয়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে ২ লক্ষ ৩৮ হাজার ২২ জন। দৈনির মৃতের সংখ্যাও অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে ৩ হাজার ১২৮ জন মারা গিয়েছেন দেশে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

haryana coronavirus Manohar Lal Khattar
Advertisment