Advertisment

Miners tried to kill SDM: খনি মাফিয়াদের রোষানলে IAS, প্রাণঘাতী হামলা, বরাত জেরে প্রাণরক্ষা, মামলা দায়ের

তাঁর দেহরক্ষীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
yash jaluka haryana ias officer

ঝাড়খণ্ডের ঝরিয়ায় বসবাসকারী, 1995 সালে জন্ম নেওয়া জালুকা 2020 সালে তার প্রথম প্রচেষ্টায় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সর্বভারতীয় র্যাঙ্ক 4 অর্জন করেছিল। (এক্সপ্রেস)

মধ্যরাতে অবৈধ খনন পরিদর্শন করতে গিয়ে খনি মাফিয়াদের রোষের মুখে পড়েন এক আইএএস। এসডিএমের উপর প্রাণঘাতী হামলা চালানো হয়। তাঁর দেহরক্ষীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisment

অবৈধ খনন পরিদর্শন করতে গিয়ে মারাত্মক হামলার মুখে পড়লেন নারায়ণগড়ের এসডিএম যশ জালুকা। এ ব্যাপারে এসডিএমের নিরাপত্তারক্ষীর অভিযোগের পর পুলিশ নারায়ণগড় থানায় একটি মামলা দায়ের করেছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগ, ইনোভা গাড়ির আরোহীরা এসডিএমকে ধাওয়া করে এবং পাশ থেকে তার গাড়িকে দুবার আঘাত করার চেষ্টা করে।

অভিযোগকারী জসবীর সিং জানিয়েছেন যে নারায়ণগড়ের এসডিএম যশ জালুকা, চালক সুখদেব সিং, এক সরকারি আধিকারিক ২৭শে মার্চ ব্যক্তিগত গাড়িতে অবৈধ খনি পরিদর্শন করতে টহল দিচ্ছিলেন। ঠিক সেই সময় একটি ইনোভা গাড়ি তাদের ধাওয়া করে । তিনি ইনোভা গাড়িটিকে থামানোর চেষ্টা করলে গাড়িটি দ্রুত গতিতে এসডিএমের গাড়িটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়।
এই হামলার পিছনে খনি মাফিয়াদের হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

এই বিষয়ে নারায়ণগড় থানার ইনচার্জ ইন্সপেক্টর রামপাল সিং বলেছেন যে এসডিএম নিরাপত্তারক্ষী জসবীর সিংয়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। ইনোভা গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, খুনের চেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা রুজু করে তাদের খোঁজ শুরু হয়েছে। ২০২১-ব্যাচের আইএএস অফিসার বর্তমানে আম্বালা জেলার এসডিএম পদে আসীন রয়েছেন।

IAS
Advertisment