Sheikh Hasina: 'কমফোর্ট জোন' ছাড়তে হবে শেখ হাসিনাকে? ইউনূস ভারতের কাছে বড় দাবি জানাবেন!
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের অনুরোধ ভারতের কাছে জানাবেন বলেই জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। বাংলাদেশে গণ বিক্ষোভের পর ভারতে কার্যত পালিয়ে এসে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ভারতের এক প্রথম সারির সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন; বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে দিল্লিকে তাঁকে দেশে ফেরাতে হবে।
গত আগস্ট মাসে বাংলাদেশে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ সংগঠিত হয়। এর পর ভারতে কার্যত পালিয়ে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস রবিবার বলেছেন, বাংলাদেশ সরকার ভারতকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে বলবে।
ইউনূস বলেন, "আমাদের প্রতিটি মৃত্যুর ন্যায়বিচার নিশ্চিত করতে হবে...হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতকে বলব।" গত মাসে যে বিবৃতিতে তিনি বলেছিলেন যে তার সরকার অবিলম্বে ভারত থেকে হাসিনার প্রত্যর্পণের দাবি করবে না। তবে এখন তিনি ইউ-টার্ন নিয়েছেন বলেই আন্তর্জাতিক বিশেষজ্ঞমহলের ধারণা। ভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
আদানি, মণিপুর ইস্যুতে সরকারকে প্যাঁচে ফেলতে আসরে 'ইন্ডিয়া' জোট, অধিবেশনের প্রথম দিনেই উত্তাল হবে সংসদ?
১৫০০ মানুষের মৃত্যু হয়েছে- মহম্মদ ইউনূস
মহম্মদ ইউনূস আরও বলেছেন, হাসিনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ১৫০০ নিরীহ মানুষের মৃত্যু হয়। তিনি বলেন, “আমাদের সরকার প্রতিটি মৃত্যুর তথ্য সংগ্রহের কাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে করছে। ঢাকার ১৩টি হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছে সরকার"।
সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে হাসিনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সংঘটিত হয়। ব্যাপক ছাত্র- বিক্ষোভের জেরে পদত্যাগ করেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর তিনি ৫ আগস্ট ভারতে পালিয়ে আসেন।
অভিযোগ হাসিনা সরকারের বিরুদ্ধে
হাসিনা এবং তার দলের নেতাদের বিরুদ্ধে বিরোধী ছাত্র আন্দোলনকে দমন করার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে, যার ফলস্বরূপ জুলাই-আগস্টের বিক্ষোভে বহু মানুষের মৃত্যু হয়।
এদিকে মহম্মদ ইউনুস ও খালেদা জিয়াকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেল
বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসে বাংলাদেশে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই উপলক্ষে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে মঞ্চ ভাগ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস। ২০০৮ সালের পর এই প্রথম খালেদাকে জনসমক্ষে দেখা গেল।