হাথরাসে গণধর্ষণ ও নির্মম অত্য়াচারে দলিত তরুণীর মৃত্য়ুর ঘটনা ঘিরে উত্তাল গোটা দেশ। নির্যাতিতার দেহ গভীর রাতে তড়িঘড়ি দাহ করা নিয়েও পুলিশের বিরুদ্ধে জন্মেছে ক্ষোভের আগুন। এমন প্রেক্ষাপটে উত্তরপ্রদেশের 'মা-বোনেদের' পাশে থেকে বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ। শুক্রবার টুইটারে যোগী লিখেছেন, যারা নারীদের সম্মান নষ্ট করবে, তাদের এমন সাজা দেওয়া হবে, যা দৃষ্টান্ত হয়ে থাকবে। উত্তরপ্রদেশের মা-বোনেদের সুরক্ষা ও উন্নতিতে তাঁর সরকার যে অঙ্গীকারবদ্ধ, সে বার্তাও তুলে ধরেছেন যোগী।
ঠিক কী বলেছেন যোগী আদিত্য়নাথ?
টুইটারে যোগী লিখেছেন, ''উত্তরপ্রদেশের মা-বোনেদের সম্মান নষ্ট করার ধারণা সমূলে নাশ করতে হবে। যারা এমন অপরাধ করবে, তাদের এমন সাজা দেওয়া হবে, যা আগামী দিনে দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রত্য়েক মা-বোনেদের সুরক্ষা ও উন্নতিতে উত্তরপ্রদেশ সরকার অঙ্গীকারবদ্ধ''।
আরও পড়ুন: হাথরাসে ঢুকতে বাধা, ডেরেককে ধাক্কা মেরে ফেলে দিল যোগীর পুলিশ
উল্লেখ্য়, হাথরাসে গণধর্ষণ ও নির্মম অত্য়াচারের জেরে দলিত তরুণীর মৃত্য়ু ঘিরে ক্ষোভের আগুনে ফুঁসছে গোটা দেশ। সেইসঙ্গে যেভাবে গভীর রাতে তড়িঘড়ি নির্যাতিতার দেহ দাহ করেছে পুলিশ, সে নিয়েও তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। এদিকে, হাথরাসে নির্যাতিতার বাড়িতে যেতে বাধার মুখে পড়েছেন রাহুল-প্রিয়াঙ্কারা। আজ সেখানে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন তৃণমূলের ডেরেক ও' ব্রায়েন-সহ সাংসদদের। ফলে,যোগী সরকারের বিরুদ্ধে চরম ক্ষোভ তৈরি হয়েছে বিভিন্ন মহলে। এই প্রেক্ষিতে এদিন যে ভাষায় টুইটারে বার্তা দিলেন যোগী, তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।
প্রসঙ্গত, ‘হাথরাসে গণধর্ষণকাণ্ডে দোষীদের কঠোর সাজা দেওয়া হবে’, বুধবার ভিডিও কলের মাধ্য়মে নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলে এমন আশ্বাসই দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী। পাশাপাশি, নির্যাতিতার পরিবারকে ২৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য়, একটি বাড়ি ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছে যোগী সরকার।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন