Hathras Stampede: হাথরসে ‘সৎসঙ্গ’ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১২১ জনের। মৃতদের বেশিরভাগই হলেন শিশু এবং মহিলা। এই ঘটনায় আয়োজক কমিটির ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। দুর্ঘটনার পর প্রথম মুখ খুললেন স্বঘোষিত ধর্মগুরু সুরজপাল ওরফে নারায়ণ সাকর হরি ওরফে 'ভোলে বাবা'।
একটি ভিডিও বিবৃতিতে, হাথরসে ‘সৎসঙ্গ’ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে শতাধিকমানুষের মৃত্যুর ঘটনায়, সুরজপাল ওরফে 'ভোলে বাবা' বলেছেন, "২ জুলাইয়ের ঘটনার পর আমরা গভীরভাবে শোকাহত। ঈশ্বর আমাদের ভয়াবহ এই শোক থেকে বেরিয়ে আসার শক্তি দিন। প্রশাসনের উপর আমাদের আস্থ আছে। আমি বিশ্বাস করি যে বা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, রেয়াত করা হবে না। ভোলে বাবা যোগ করেছেন, তিনি তার আইনজীবীর মারফত সৎসঙ্গ কমিটির সদস্যদের সেদিনের ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে সব রকমের সাহায্যের ও কঠিন সময়ে তাদের পাশে থাকার জন্য অনুরোধ করেছেন।
এদিকে যোগী পুলিশ এই ঘটনায় আয়োজক কমিটির ৬ সদস্যকে গ্রেফতার করেছে। পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সকলেই আয়োজক কমিটির সঙ্গে যুক্ত। এর আগেও অনেক অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা। প্যান্ডেল সাজিয়ে লোকজন জড়ো করাই ছিল তাদের কাজ।
আরও পড়ুন: < Mob Lynchings in Bengal: শিশু-মোবাইল চোর সন্দেহে পাশবিক হিংস্রতায় মৃত্যু-মিছিল! বাংলায় কীভাবে গড়াল গুজবের স্রোত? >
উল্লেখ্য, গত মঙ্গলবার হাথরসে ভোলে বাবার অনুষ্ঠান চলাকালীন পদপিষ্ট হয়ে শতাধিক লোক প্রাণ হারিয়েছিলেন এবং অনেকে আহত হন। রাজ্য সরকার মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছে। এ ছাড়া সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে, কমিটিকে পুরো বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।