Advertisment

Hathras stampede: মৃতদেহে প্রাণ ফেরাতেন 'ভোলে বাবা', চাঞ্চল্যকর দাবিতে শোরগোল দেশজুড়ে

তাঁর অনুগামীরা বিশ্বাস করেন তিনি "নিরাময়কারী"। "দুষ্ট আত্মা থেকে মুক্তি" দিতে তিনিই শেষ কথা! তিনি একজন "গডম্যান" যিনি ভক্তদের মনের ইচ্ছা পূরণ করতে পারেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Hathras Stampede Incident, Bhole Baba Satsang Live, hathras stampede, up stampede, hathras satsang stanpede, hathras stampede deaths, hathras stampede death toll, religious event stampede, hathras stampede reason, hathraas religious event stampede, indian express

পুলিশ বাহিনী ছাড়ার পর প্রচারক 'ভোলে বাবা' নাম গ্রহণ করেন

Hathras stampede: ছিলেন কনস্টেবল, হলেন স্বঘোষিত ধর্মগুরু! তিনি নারায়ণ সাকার বিশ্ব হরি বা 'ভোলে বাবা'। তিনি স্বঘোষিত ধর্ম প্রচারক যিনি গত মঙ্গলবার 'সৎসঙ্গের' আয়োজন করেছিলেন, আগে তিনিই ছিলেন সুরজ পাল সিং, উত্তরপ্রদেশ পুলিশের একজন কনস্টেবল। সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে বুধবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১। তাঁর অনুগামীরা বিশ্বাস করেন তিনি "নিরাময়কারী"। "দুষ্ট আত্মা থেকে মুক্তি" দিতে তিনিই শেষ কথা! তিনি একজন "গডম্যান" যিনি ভক্তদের মনের ইচ্ছা পূরণ করতে পারেন।

Advertisment

"জাদুকরী ক্ষমতার" অধিকারী এই 'ভোলে বাবা' ২০০০ সালে আগ্রায় গ্রেফতার হন। অভিযোগ ছিল ১৬ বছর বয়সী এক কিশোরীর দেহে প্রাণ ফেরানোর জন্য মেয়েটির পরিবারের থেকে জোর করে দেহটি ছিনিয়ে নিয়েছিলেন তিনি। 'ভোলে বাবার' বেশিরভাগ ভক্তরা নিম্নবিত্ত দলিত পরিবারের। অনেকেই পেশায় শ্রমিক, রাজমিস্ত্রি, কৃষি শ্রমিক, সাফাই কর্মী।

কী বলতেন বাবা তাঁর বাণীতে? ভক্তরা জানিয়েছেন, “বাবা কিছু নেন না বা চান না। তিনি আমাদের বলতেন মিথ্যা না বলতে, এবং মাংস, মাছ, ডিম এবং মদ্যপান না করতে বলতেন"। ভক্তরা জানিয়েছেন 'ভোলে বাবার' প্রতিটি গ্রামে ১০ থেকে ১২ জন মুখ্য অনুগামী রয়েছেন। তারা গ্রামের লোকদের সৎসঙ্গ সম্পর্কে জানান এবং গাড়ি এবং বাসে করে অনুষ্ঠানস্থলে নিয়ে যায়," ।

আরও পড়ুন : < India-China Talks: পাকিস্তানকে ‘সবক’ শেখাতে চিনকে বন্ধুত্বের বার্তা! ‘মোদী ম্যাজিকে’ বুক কেঁপে উঠল শত্রু দেশের >

গ্রামের একজন অটোরিকশা চালক বিবেক ঠাকুর বলেছেন, তাঁর ভক্তরা বিশ্বাস করেন যে "আপনি যদি তাঁর পায়ের ধুলো আপনার শরীরে বা মাথায় লাগান তবে আপনার সকল অসুখ সেরে যাবে"। নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী দাবি করেছেন, "গতকাল সৎসঙ্গে, ১০০ জনেরও বেশি ভক্ত ছিলেন যাদের ভুতে ধরেছিল। তিনি তাদের সবাইকে সুস্থ করেছিলেন।"

At least 116 killed in stampede at Hathras religious gathering, most victims women
হাতরাসের জেলা হাসপাতালের ছবি (অভিনব সাহার এক্সপ্রেস ছবি)
Hathras Case uttar pradesh
Advertisment