Advertisment

ভারতীয়র তাক লাগানো নজির, প্রতিদিন রোজগার ৩৬ লাখ টাকা! চিনুন সেই ধনকুবেরকে...

কে এই ভরতীয়?

author-image
IE Bangla Web Desk
New Update
hcl ceo c vijayakumar earned rupees 36 lakh per day , ভারতীয়র তাক লাগানো নজির, প্রতিদিন রোজগার ৩৬ লাখ টাকা! চিনুন সেই ধনকুবেরকে...

এইচসিএল সিইও সি বিজয়কুমার।

মাসে নয়, দিনে ৩৬ লাখ টাকা করে রোজগার। মিথ্যা নয়, সত্যি। প্রত্যেকদিন এই বিপুল রোজগার করছেন সি বিজয়কুমার নামে এক ভারতীয়। ভারতের আইটি সংস্থাগুলোর মধ্যে সি বিজয়কুমারই সর্বোচ্চ বেতনভোগী শীর্ষ কর্মকর্তা। এই বিজয়কুমার ১১.৭৯ বিলিয়ন মার্কিন ডলারের গ্লোবাল টেকনলজি সংস্থা এইচসিএলটেকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক।

Advertisment

২০২০ সালের ২০ জুলাই, এইচসিএল প্রতিষ্ঠাতা শিব নাদার সিইও এবং ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ইস্তফার পর সি বিজয়কুমারকে ওই পদে বসানো হয়। তিনি ১৯৯৪ সালে এইচসিএল-এ যোগদান করেছিলেন। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ভারতের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় ট্রেডিং নেটওয়ার্ক ডিজাইন ও বাস্তবায়ন করেছিল। বর্তমানে তিনি ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের বোর্ড সদস্য।

এইচসিএল-এর বার্ষিক প্রতিবেদন অনুসারে, বিজয়কুমারকে গত আর্থিক বছরের জন্য অন্যান্য সুবিধার সঙ্গে মূল বেতন হিসাবে ২ মিলিয়ন ডলার পেয়েছিলেন৷ ভ্যারিয়েবেল স্যালারি হিসেবে তিনি ২ মিলিয়ন মার্কিন ডলার এবং ০.০২ মিলিয়ন বোনাস পেয়েছিলেন৷ তিনি মোট মাইনে পান ৪.১৩ মিলিয়ন মার্কিন ডলার৷ ২০২২ সালে বিজয়কুমার ১৬.৫২ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় ১৩১.০৮ কোটি টাকা এবং লংটার্ম ইনসেনটিভ পেয়েছেন৷

সি বিজয়কুমার তামিলনাড়ুতে জন্মেগ্রহণ করেছিলেন। তবে বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে থাকেন। বিজয়কুমার উটির লাভডেলের দ্য লরেন্স স্কুলে পড়াশুনো করেছিলেন৷ তামিলনাড়ুর পিএসজি কলেজ অফ টেকনোলজি-তে ১৯৮৬ থেকে ১৯৯০ অবধি পড়াশুনো করেন৷ তিনি ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

HCL
Advertisment