Advertisment

মোদীর নেতৃত্বেই দেশে উন্নয়নের জোয়ার, ‘জ্ঞানী ব্যক্তির’ ভূয়সী প্রশংসা, ভারত-রাশিয়ার সম্পর্কে জোর পুতিনের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে ভ্লাদিমির পুতিন তাঁকে "অত্যন্ত জ্ঞানী ব্যক্তি" বলে অভিহিত করেছেন

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi, Vladimir Putin, Russia, India, Russian President, Narendra Modi, Russia India relations, Putin Modi relations",

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে ভ্লাদিমির পুতিন তাকে "অত্যন্ত জ্ঞানী ব্যক্তি" বলে অভিহিত করেছেন

কয়েকদিন আগেই এক বাণিজ্যিক সম্মেলনে মোদীর মেক ইন ইন্ডিয়ার ঢালাও প্রশংসাত করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এবার ফের মোদীর হয়ে গলা ফাটালেন ভ্লাদিমির পুতিন। ভারতের প্রধানমন্ত্রী অত্যন্ত বিচক্ষণ বলে উল্লেখ করে তিনি বলেন, মোদীর হাত ধরেই ভারতের উন্নতি দ্রুত গতিতে চলছে। একই সঙ্গে তিনি মোদীকে জ্ঞানী মানুষ বলেও উল্লেখ করেন। পুতিন আর্থিক নিরাপত্তা এবং সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়া ও ভারতের মধ্যে সহযোগিতাকে জোরদার করার আশা প্রকাশ করেছেন।

Advertisment

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে ভ্লাদিমির পুতিন তাকে "অত্যন্ত জ্ঞানী ব্যক্তি" বলে অভিহিত করেছেন, রাশিয়ার সংবাদমাধ্যম আরটি এই তথ্য জানিয়েছে। তিনি আরও বলেছেন,  মোদীর নেতৃত্বে ভারত দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

ইস্টার্ন ইকোনমিক ফোরামের মঞ্চ থেকে ভারতের 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পের প্রশংসা করেছিলেন পুতিন। সেই সময় তিনি সংবাদ সম্মেলনে বলেন, আমাদের ভারতের কাছ থেকে অনেক কিছু শেখা উচিত। ভারতে এখন বেশিরভাগ উৎপাদিত পণ্য গাড়ি এবং জাহাজের মত শিল্প মেক ইন ইন্ডিয়ার অধীনে করা শুরু করেছে এই ক্ষেত্রে, প্রধানমন্ত্রী মোদীর মেড ইন ইন্ডিয়া ব্যবহারে মানুষকে উৎসাহিত করে সঠিক কাজ করছেন। পাশাপাশি তিনি অভ্যন্তরীণভাবে তৈরি গাড়ি ব্যবহারের ওপর জোর দিয়েছেন।

পাশাপাশি তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে তিনি ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোরের মাধ্যমে রাশিয়া উপকৃত হবে। তাঁর মতে এই প্রকল্প দেশের জন্য উপকৃত হবে। ইস্টার্ন ইকোনমিক ফোরামে বক্তৃতাকালে পুতিন বলেন, নতুন অর্থনৈতিক করিডোর তৈরিতে ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব ও ভারতের সঙ্গে একমত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রকল্পে রাশিয়া উপকৃত হবে। রুশ প্রেসিডেন্ট বলেন, আইএমইসি তার দেশকে লজিস্টিক উন্নয়নে সহায়তা করবে। এই প্রকল্পটি কয়েক বছর ধরে আলোচনার অধীনে ছিল।

modi Putin
Advertisment