Advertisment

Poonch attack: ভেস্তে গেল ছেলের জন্মদিনের প্ল্যানিং, বুকে পাথর চেপে শেষবিদায়ে পুঞ্চে নিহত সেনা পরিবার

ভোটের মাঝেই জম্মু কাশ্মীরের পুঞ্চে তাণ্ডব চালাল জঙ্গিরা। সেই হামলায় বায়ুসেনার জওয়ান কর্পোরাল ভিক্কি পাহাদে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জওয়ান।

author-image
IE Bangla Web Desk
New Update
Poonch terror attack

হামলায় নিহত হয়েছেন কর্পোরাল ভিক্কি পাহাদে। (পিটিআই/ইনসেট);

ভোটের মাঝেই জম্মু কাশ্মীরের পুঞ্চে তাণ্ডব চালাল জঙ্গিরা। সেই হামলায় বায়ুসেনার জওয়ান কর্পোরাল ভিক্কি পাহাদে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জওয়ান।

Advertisment

নিহত সেনার পরিবার সূত্রে জানা গিয়েছে, আগামী মাসেই ছেলে ৫ বছরে পা দেবে। তাই নিয়ে খুবই উচ্ছ্বসিত ছিলেন তিনি। ভিক্কি চেয়েছিলেন ছেলের পাঁচ বছরের জন্মদিনটা বেশ জমকালো ভাবে সেলিব্রেট করতে। কিন্তু তা আর হল না। আক্ষেপ ভিক্কির খুড়তুতো ভাইয়ের। মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায় বাড়ি ভিক্কির। পরিবার এখনও তাঁর এই মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছে না।

শনিবার, জম্মু ও কাশ্মীরের পুঞ্চে আইএএফ কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। হামলার কয়েক ঘণ্টা পরেই বুলেটের আঘাতে মৃত্যু হয় বছর ৩৩-এর ভিক্কির। উধমপুরের কমান্ড হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এই হামলায় আহত হয়েছেন আরও চার আইএএফ কর্মী।

ভিক্কির খুড়তুতো ভাই রাজকুমার বলেন, “পুরো পরিবার তার বাড়ি ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। ভিক্কির ছেলের জন্মদিন ৭ই জুন। কিন্তু এক মুহূর্তে সব কিছু বদলে গেল। ছেলের জন্মদিনের পার্টির পরিকল্পনার বদলে আমরা এখন ভিক্কির অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য পরিকল্পনা করছি। ভিক্কির এই মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের কেউ'ই। সোমবারই ভিক্কির মরদেহ বাড়িতে পৌঁছানোর কথা। শেষবার তিনি তাঁর বোনের বিয়েতে যোগ বাড়িতে এসেছিলেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে ভিক্কি বরাবরই দেশের জন্য কিছু করতে চেয়েছিলেন। ২০১১ সালে IAF তে যোগ দেন তিনি। ভিক্কির বাবার স্বপ্ন ছিল ছেলে IAF-তে যোগদান করুক। পরিবারের এক সদস্যের কথায়, “ভিক্কি যখন ছোট ছিল তখন তার বাবা মারা যায়। বাবার স্বপ্ন পূরণে অনেক পরিশ্রম করেছেন তিনি"।

অপর দিকে এক্স -এ একটি পোস্টে, IAF নিহত শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। সিএএস এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী এবং ভারতীয় বায়ুসেনার সমস্ত কর্মীরা নিহত ভিক্কিকে শ্রদ্ধা জানিয়েছেন। গর্বিত পরিবারের সদস্যরা বলেন, ভিক্কি জঙ্গিদের সঙ্গে লড়াই করছে। “আমরা শুধু চাই সরকার এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকুক"।

Attack on army vehicle
অনুসন্ধান অভিযান চলছে৷ (পিটিআই ছবি)
Poonch
জঙ্গি হানায় ক্ষতিগ্রস্ত সেনা কনভয়ের ট্রাক। (এক্সপ্রেস ছবি)
Terrorist Attack Jammu & Kashmir
Advertisment