গাজা উপত্যকায় ভয়ঙ্কর বিমান হামলা ইজরায়েলের। এই হামলায় নিহত হয়েছেন হামাস জঙ্গি গোষ্ঠীর বিমান বাহিনীর প্রধান। এমনটাই দাবি ইজরালের সামরিক বাহিনীর।
গত আটদিন ধরে টানা চলছে যুদ্ধ। আকাশ-বাতাস বারুদের গন্ধে ভরে উঠেছে। হামাসের হামলার পালটা যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল। তারা উত্তর গাজায় ভয়ানক হামলার পরিকল্পনা করেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে বিমান হামলা।
ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা গিয়েছে গাজা উপত্যকায় রাতারাতি বিমান হামলায় হামাস জঙ্গি গোষ্ঠীর একজন সিনিয়র সদস্যকে হত্যা করেছে তারা।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী শনিবার বলেছে যে তারা গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে হামাস জঙ্গি সংগঠনের এক সিনিয়ার সদস্যকে হত্যা করেছে। বিমান হামলায় হামাসের বিমান বাহিনীর প্রধান আবু মুরাদ নিহত হয়েছেন। এই স্ট্রাইকটি হামাস জঙ্গি সদর দফতরকে লক্ষ্য করে করা হয়। যেখান থেকে হামাস তাদের বিমান হামলার টার্গেট ফিক্স করত।
আবু মুরাদ গত সপ্তাহে ইজরায়েলে "গণহত্যার ঘটনায় মূল অভিযুক্ত বলেও জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ বলেছে যে তারা হামাসের কমান্ডো বাহিনীর অন্তর্গত কয়েক ডজন ঘাঁটিতে আঘাত হেনেছে।
কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রক্তক্ষয়ী সংঘাতে হামাস শনিবার ইসজরায়েলের ওপর রকেট হামলা চালায়। তারপর থেকে, এই হামলায় ইজরায়েলে ১৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। পাল্টা বিমান হামলায় গাজায় ১৫৩০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছে যে ইসরায়েলের অভ্যন্তরে প্রায় ১৫০০ জঙ্গি হামাস নিহত হয়েছে।