Mpox outbreak : আতঙ্কের আরেক নাম মাঙ্কিপক্স! ভারতে এই ভাইরাসের ঝুঁকি কতটা? কী জানালো স্বাস্থ্য মন্ত্রক?
মাঙ্কিপক্স-র বাড়বাড়ন্তে আতঙ্কিত বিশ্ববাসী। করোনা স্মৃতি এখনও মানুষের মনে টাটকা তার মাঝেই নতুন আতঙ্ক গ্রাস করেছে বিশ্বকে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে মানুষের মধ্যে। যদিও স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে বর্তমানে ভারতে মাঙ্কিপক্স (এমপক্স) এর কোনও ঘটনা রিপোর্ট করা হয়নি। তবুও কেন্দ্র সব রকম ভাবে সতর্ক রয়েছে।
সম্প্রতি কেন্দ্রীয় সরকার জানিয়েছে মাঙ্কিপক্সের পরিস্থিতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এছাড়াও, রোগের বিস্তার রোধ ও নিয়ন্ত্রণে প্রস্তুতি ও সতর্কতামূলক সব ধরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে বর্তমানে ভারতে মাঙ্কিপক্স আক্রান্ত কারুর সন্ধান মেলে নি। স্বাস্থ্য মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সভাপতিত্বে একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে চরম সতর্কতা হিসাবে কিছু ব্যবস্থা নেওয়া উচিত। সমস্ত বিমানবন্দর, বন্দরে হেলথ ইউনিটগুলিকে সতর্ক করার পাশাপাশি পরীক্ষাগার এবং স্বাস্থ্য সুবিধাগুলি প্রস্তুত রাখা হয়েছে।
< Bangladesh Crisis: ‘জামাত ভারতের বন্ধু, সন্ত্রাসের আঁতুড় ঘর নয়’, মোদী সরকারকে বড় বার্তা ইসলামি সংগঠনের >
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মাঙ্কিপক্সকে আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসাবে ঘোষণা করার পরই এই বৈঠক ডাকা হয়। বিশ্বব্যাপী,২০২২ সাল থেকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১১৬ টি দেশে মাঙ্কিপক্সের ৯৯,১৭৬ টি কেস এবং ২০৮ জনের মৃত্যু রিপোর্ট করেছে। ২০২২ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণার পর থেকে, ২০২৪সালের মার্চ পর্যন্ত ভারতে মোট ৩০ টি কেস রিপোর্ট করা হয়েছে।