Advertisment

হাসপাতালে এলেই করোনা চিকিৎসা, দরকার নেই পজিটিভ রিপোর্ট: স্বাস্থ্য মন্ত্রক

নির্দেশিকায় বলা হয়েছে, এক শহরের রোগী অন্য শহরে গিয়ে ভর্তি হতে চাইলেও ফেরানো যাবে না রোগীকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Covid-19 treatment, Health Ministry, Covid Bed. State

কোভিড রোগীদের দ্রুত চিকিৎসা শুরুতে গাইডলাইনে সংশোধনী আনল স্বাস্থ্য মন্ত্রক। শনিবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি সংশোধিত নির্দেশিকায় বলা হয়েছে, হাসপাতালের দ্বারস্থ হওয়া কোনও রোগীকে ফেরানো যাবে না। যদি কোনও রোগীর কাছে কোভিডের রিপোর্ট নাও থাকে, সেক্ষেত্রেও তাঁকে ভর্তি নিতেই হবে। সব হাসপাতালকেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে সন্দেহজনক রোগীদের আলাদা ওয়ার্ডে রেখে চিকিৎসার জন্য সেই ওয়ার্ডের সংখ্যা বাড়াতে বলা হয়েছে।

Advertisment

পাশাপাশি নির্দেশিকায় বলা হয়েছে, এক শহরের রোগী অন্য শহরে গিয়ে ভর্তি হতে চাইলেও ফেরানো যাবে না রোগীকে। সঙ্গে বিভিন্ন রাজ্য সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে, প্রয়োজনে সংশ্লিষ্ট রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিকে কোভিডের চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে।

 দেখুন কী বলা নির্দেশিকায়:

  • কোভিড সন্দেহে ভর্তি হওয়ার আগে আবশ্যিক নয় কোভিড রিপোর্ট।
  • সন্দেহজনক রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ডের সংখ্যা বাড়াতে হবে।



  • কোনওভাবেই ফেরানো যাবে না কোনও রোগীকে।



  • অন্য শহরের বাসিন্দা রোগীকেও ফেরানো যাবে না।



  • রোগীর শারীরিক পরিস্থিতি অনুযায়ী নির্ধারিত হবে ভর্তির সময়।
  • কোভিডের রিপোর্ট আসা পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে হবে।



এদিকে, গোটা দেশেই ক্রমশ ভয়ঙ্কর চেহারা নিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। লক্ষ লক্ষ মানুষ  রোজ সংক্রমিত হচ্ছেন। দৈনিক মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন। শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮। বৃহস্পতিবার একদিনে আক্রান্ত হয়েছিলেন ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন।



এদিকে, কোভিড-চিকিৎসার খরচে এবার আয়কর স্বস্তি। ২ লক্ষ টাকার উপর খরচ হলে মিলবে আয়করে ছাড়। চলতি আর্থিক বছরেই মিলবে আয়করে ছাড়। ট্যুইট করে ঘোষণা আয়কর বিভাগের। 

health Ministry State
Advertisment