Advertisment

Covid Vaccination: টিকাকরণে গতি আনতে উদ্যোগ, ৪৪ কোটি ভ্যাকসিনের বরাত স্বাস্থ্য মন্ত্রকের

Corona Vaccination: 'বায়োলোজিক্যাল-ই সংস্থা যে টিকা বানাচ্ছে, তার থেকে ৩০ কোটি ডোজের টিকা নেওয়া হবে। সেপ্টেম্বরের মধ্যে বাজারে সেই টিকা চলে আসবে।‘

author-image
IE Bangla Web Desk
New Update
করোনা ভাইরাস, করোনা ভ্যাকসিন, ভ্যাকসিন, করোনা টিকা,করোনা টিকার দাম, কোভিড টিকা, কোভিশিল্ড, কোভ্যাক্সিন, Hardeep Singh Puri, Congress government, Punjab, Punjab coronavirus cases, Punjab covid-19 cases, Punjab news, india news, indian express bangla

৪৪ কোটি টিকার বরাত দেওয়া হয়েছে।

Coronavirus India Update: ১৮ ঊর্ধ্বদের ফ্রি টিকাকরণ নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই বড়সড় ঘোষণা করল কেন্দ্র। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, টিকাকরণে গতি আনতে মোট ৪ মোট ৪৪ কোটি ভ্যাকসিনের বরাত দেওয়া হয়েছে। নীতি আয়োগের সদস্য ভিকে পাল জানান, ২৫ কোটি কোভিশিল্ড আর ১৯ কোটি কোভ্যাক্সিনের বরাত দেওয়া হয়েছে। আগামি অগাস্ট মাসের মধ্যে সেই ভ্যাকসিন হাতে চলে আসবে। এই টিকা বরাতের জন্য কমবেশি ৫০ হাজার কোটি টাকা খরচ হতে পারে। এদিন জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

Advertisment

পাশাপাশি তিনি জানান, 'বায়োলোজিক্যাল-ই সংস্থা যে টিকা বানাচ্ছে, তার থেকে ৩০ কোটি ডোজের টিকা নেওয়া হবে। সেপ্টেম্বরের মধ্যে বাজারে সেই টিকা চলে আসবে।‘ জানা গিয়েছে, ইতিমধ্যে ৩০% টাকা অগ্রিম বাবদ তিন সংস্থাকেই দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। এদিকে, সোমবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। ঘোষণা করেছেন ১৮ ঊর্ধ্বদের ফ্রি টিকা দেওয়া হবে ২১ জুনের পর থেকে। সেই মর্মে মঙ্গলবার নতুন টিকানীতি ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রক। সেই নীতিতে টিকা বরাদ্দে রাজ্যের কাছে একাধিক শর্ত রাখা হয়েছে।

জানা গিয়েছে, রাজ্যের জনসংখ্যা, টিকাকরণের হার আর সংক্রমণের সংখ্যার ওপর নির্ভর করবে বরাদ্দ। এমনকি, ঘরোয়া টিকা উৎপাদক সংস্থাগুলো সরাসরি বেসরকারি হাসপাতালকে টিকা বিক্রি করতে পারবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতাল সর্বোচ্চ ১৫০ টাকা ডোজ প্রতি সার্ভিস চার্জ নিতে পারবে। এদিকে,

 ৬৬ দিন পর সর্বনিম্ন দৈনিক সংক্রমণ দেশে। একদিনে আক্রান্ত এক লক্ষেরও কম। গত দুমাসে প্রথম এত কমল সংক্রমণ। তবে দৈনিক মৃত্যুর হার এখনও ঊর্ধ্বমুখী। সাড়ে তিন লক্ষ ছাড়াল দেশে করোনায় মৃত্যু। দেশে মোট আক্রান্ত ছাড়াল ২.৮৯ কোটি।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন। গত ৬৬ দিনে যা সর্বনিম্ন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হয়েছে ১৩ লক্ষের কিছু বেশি। দেশে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২.৭৩ কোটির বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২,১২৩ জনের। ভারতে মোট মৃত্যর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ৫১ হাজার ৩০৯।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Corona Vaccine health Ministry Covaxin Covishield Niti Ayog
Advertisment