Advertisment

Heatwave IMD: গরম কি আদৌ কমবে? শেষ পর্যন্ত কী বলল আবহাওয়া দফতর, জেনে নিন

Heatwave-India: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবার এপ্রিলে যতটা গরম পড়েছিল, গত ১৫ বছরে তা পড়েনি।

author-image
IE Bangla Web Desk
New Update
heatwave, INdia, তাপপ্রবাহ

Heatwave-India: দিল্লিতে দুপুরে রাজপথের দৃশ্য। (ক্যালি ক্রিস্টির এক্সপ্রেস ছবি)

Heatwave in central India: এপ্রিলের মত মে মাসেও তাপপ্রবাহ অব্যাহত থাকবে। বুধবার এমনটাই জানিয়েছেন ভারতীয় আবহাওয়া বিভাগের (IMD) প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র। তিনি জানান উত্তরের সমভূমি, মধ্যভারত এবং উপকূলীয় অঞ্চল এই তাপের জ্বালায় পুড়বে। শুধু তাই নয়, দেশের বেশিরভাগ অংশেই মে মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলেই মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন।

Advertisment

সাংবাদিক বৈঠকে মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন- দক্ষিণ রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, বিদর্ভ, মারাঠওয়াড়া এবং গুজরাট কার্যত এই মাসে রোদের তাপে পুড়বে। রাজস্থানের বাকি অংশ, পূর্ব মধ্যপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড়ের কিছু এলাকা, ওড়িশার অভ্যন্তর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তর কর্ণাটক এবং তেলেঙ্গানাতেও প্রবল তাপপ্রবাহ চলবে। এমনটাই জানিয়েছেন ভারতীয় আবহাওয়া বিভাগের প্রধান।

এপ্রিলেও দেশজুড়ে তাপপ্রবাহ চলেছে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতে এপ্রিলে গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। যা ১৯০১ সালের পর থেকে সর্বোচ্চ। আবহাওয়া দফতর বিবৃতিতে আরও জানিয়েছে, দক্ষিণ ভারতে এপ্রিলে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। যা, ১৯০১ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, এই সময়কালে বজ্রপাতের সংখ্যা ছিল গড়ের চেয়ে কম। আর, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতে তাপমাত্রা ছিল বেশি।

আইএমডি প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, ১৯৮০-এর দশকের পর থেকেই দক্ষিণ ভারতে তাপমাত্রা প্রায়ই স্বাভাবিকের চেয়ে বেশি থাকছে। ঝড়-বৃষ্টির অনুপস্থিতি, ঘূর্ণিঝড় প্রতিরোধী আবহাওয়া পূর্ব এবং দক্ষিণ ভারতে তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ বলেই আবহাওয়া দফতরের অধিকর্তা জানিয়েছেন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবার এপ্রিলে যতটা গরম পড়েছিল, গত ১৫ বছরে তা পড়েনি। আর, ওড়িশায় ২০১৬ সাল থেকে এতটা গরম পড়েনি বলেই আবহাওয়া দফতরের অধিকর্তা জানিয়েছেন।

আরও পড়ুন- করোনার সময় আপনিও কি কোভিশিল্ড টিকাই নিয়েছেন? কতটা বিপদের মধ্যে আছেন, জেনে নিন

এবার এপ্রিল মাসে ব্যাপক গরম পড়েছে। এনিয়ে চিল-চিৎকার জুড়ে দিয়েছিলেন নাগরিকরা। এনিয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, গোটা এপ্রিলে ২৬ দিনই ব্যাপক গরমের মুখে পড়েছেন দেশবাসী। তার মধ্যে দক্ষিণ ভারত এবং দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলে গরম সবচেয়ে বেশি ছিল বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

rain West Bengal IMD Heat Wave heat Heatwave
Advertisment