Advertisment

চলতি মাস জুড়ে তাপপ্রবাহের সাক্ষী থাকতে পারে দেশের একাধিক প্রান্ত

ইতিমধ্যেই দুই পর্বে তাপপ্রবাহের সাক্ষী থেকেছে দেশ। প্রথমটি চলে ১১ থেকে ২১ মার্চ পর্যন্ত। দ্বিতীয় পর্বে ২৬ মার্চ থেকে শুরু হয়ে এখনও তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Heatwave in Northwest and Central India in the month of April, below-normal temperatures in South

ইতিমধ্যেই দুই পর্বে তাপপ্রবাহের সাক্ষী থেকেছে দেশ।

উত্তর-পশ্চিম বা মধ্য ভারতে বসবাসকারীদের জন্য 'সতর্কবার্তা'। চলতি এপ্রিল মাসের পুরোটাই দেশের এই প্রান্তে তাপপ্রবাহের আশঙ্কা প্রবল। সেই দাবদাহ এড়াতে আগে থেকে নিজেকে প্রস্তুত রাখুন। চলতি মাসের পুরোটাই উত্তর-পশ্চিম বা মধ্য ভারতের রাজ্যগুলিতে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

Advertisment

ইতিমধ্যেই দুই পর্বে তাপপ্রবাহের সাক্ষী থেকেছে দেশ। এবছরের প্রথম তাপপ্রাহ চলে ১১ থেকে ২১ মার্চ পর্যন্ত। দ্বিতীয় পর্বে ২৬ মার্চ থেকে শুরু হয়ে এখনও এই তাপপ্রবাহ অব্যাহত রয়েছে দেশের বিভিন্ন রাজ্যে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের থেকে পাঁচ থেকে নয় ডিগ্রি পর্যন্ত বেশি থাকছে।

তবে আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার থেকে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং পশ্চিম উত্তর প্রদেশে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি কমতে পারে। আবহাওয়া বিভাগ সর্বশেষ বুলেটিনে জানিয়েছে, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা এবং তেলেঙ্গনার কিছু অংশে ২ এপ্রিল পর্যন্ত বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকবে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘হামলা’, পুলিশকে দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ হাইকোর্টের

আবহাওয়া বিভাগ জানিয়েছে, চলতি এপ্রিলে দেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক থাকবে। তবে উত্তর-পশ্চিম ও মধ্য ভারত এবং উত্তর-পূর্বের কিছু অংশে চলতি মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আজ শুক্রবার থেকে শুরু করে ৫ এপ্রিল পর্যন্ত অসম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ৫ দিন কেরল, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং কর্ণাটকের দক্ষিণ দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Read story in English

India delhi Heat Wave IMD
Advertisment