Advertisment

জি-২০ শীর্ষ সম্মেলনের আগে ফের মনিপুরের আকাশে বারুদের গন্ধ, গোলাগুলিতে উত্তপ্ত পার্বত্য রাজ্য

সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মণিপুরের পাঁচটি উপত্যকা জেলায় সম্পূর্ণ কারফিউ জারি করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
manipur, manipur heavy firing, manipur pallel heavy firing, manipur meira paibis, manipur violence, meira paibis, manipur mob violence, manipur mobs vs security forces, manipur news, manipur breaking, indian express

জি-২০ শীর্ষ সম্মেলনের আগে ফের মনিপুরের আকাশে বারুদের গন্ধ, গোলাগুলিতে উত্তপ্ত পার্বত্য রাজ্য

মণিপুরে ৩ মে থেকে শুরু হওয়া জাতিগত হিংসা থামার নামই নেই। এখন আবারও হিংসার ঘটনা সামনে এসেছে। মণিপুরের টেংনুপাল জেলার পাল্লেল এলাকায় শুক্রবার ভোররাতে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র লোকদের মধ্যে গোলাগুলির খবর মিলেছে। সকাল ৬টা থেকে গোলাগুলি শুরু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে এখনও পর্যন্ত কোন হতাহতের খবর নেই।

Advertisment

কর্মকর্তারা জানিয়েছেন যে এলাকায় উত্তেজনা ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ), আসাম রাইফেলস সহ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র লোকদের মধ্যে গুলি বিনিময় হয়। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। এর আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মণিপুরের পাঁচটি উপত্যকা জেলায় সম্পূর্ণ কারফিউ জারি করা হয়।

এর আগে বুধবার (৬ সেপ্টেম্বর) নিরাপত্তা বাহিনী বিষ্ণুপুর জেলায় ব্যারিকেড ভাঙার চেষ্টা করে উন্মত্ত জনতা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, এই সময়ের মধ্যে ৪০ জনেরও বেশি আহত হয়েছে। আহতদের বেশির ভাগই মহিলা। আহতদের চিকিৎসার জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতা্লে নিয়ে যাওয়া হয়েছে।

Manipur
Advertisment