/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/cats_4f908a.jpg)
মুম্বইয়ে গতকাল রাত ১টা থেকে আজ সকাল ৭টা পর্যন্ত মাত্র ঘণ্টার মধ্যে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
Mumbai Rains: প্রবল বৃষ্টিতে বানভাসি মুম্বই! স্কুল বন্ধ, রেললাইনে জল, বাতিল একাধিক লোকাল ট্রেন। চূড়ান্ত হয়রানির মুখে স্থানীয় বাসিন্দারা।
মুম্বইতে ভারী বৃষ্টিপাতের কারণে জনজীবন থমকে গিয়েছে। প্রবল বৃষ্টির জেরে রেললাইনে জল জলেছে তার ফলে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি লোকাল ট্রেন। বৃষ্টির জেরে স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
#WATCH | Local train services have resumed on Central Line after rainwater has receded; Visuals from Kurla station in Mumbai pic.twitter.com/r4vJEYr1Vc
— ANI (@ANI) July 8, 2024
মুম্বইয়ে গতকাল রাত ১টা থেকে আজ সকাল ৭টা পর্যন্ত মাত্র ঘণ্টার মধ্যে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টিপাতের কারণে নিচু এলাকাগুলিতে জল জলেছে। শহরতলির ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। আজও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন : < Rahul Gandhi Manipur Visit: হিংসা বিধ্বস্ত মণিপুরে সফর রাহুল গান্ধীর! কড়া নিরাপত্তায় জারি একাধিক নিষেধাজ্ঞা >
#WATCH मुंबई, महाराष्ट्र: शहर में भारी बारिश के कारण विद्याविहार रेलवे स्टेशन पर जलभराव देखने को मिला। pic.twitter.com/faQGUSmzDs
— ANI_HindiNews (@AHindinews) July 8, 2024
পড়ুয়াদের অসুবিধার কথা মাথায় রেখে, মুম্বাইয়ের (BMC এলাকা) সমস্ত BMC, সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। মুম্বইয়ে বৃষ্টির কারণে যান চলাচলও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।