কেদারনাথধামে ভয়াবহ কপ্টার দুর্ঘটনা। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, মঙ্গলবার উত্তরাখণ্ডের ফাটা থেকে কেদারনাথগামী তীর্থযাত্রী বোঝাই একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে। ত্রাণ ও উদ্ধার কাজে প্রশাসনের একটি দল ইতিমধ্যেই ঘটনাস্থলে রওনা হয়েছে। এ দুর্ঘটনায় দুই পাইলট সহ ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বাড়তে পারে নিহতের সংখ্যা।
জানা গিয়েছে, পুণ্যার্থীদের নিয়ে ওই কপ্টারটি কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেটি রুদ্রপ্রয়াগের ফাটা এলাকার গারু চট্টিতে আচমকাই ভেঙে পড়েছে। দুর্ঘটনার জায়গাটি কেদারনাথ থেকে মাত্র ২ কিলোমিটার দূরে।
আবহাওয়া খারাপ থাকার কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে, কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে।
এএনআই প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, পাহাড়ের ঢালে ভেঙে পড়েছে হেলিকপ্টারটি। সেটির একাধিক টুকরো চারদিকে ছড়িয়ে রয়েছে। আগুনও জ্বলছে।