Advertisment

 Ram Mandir Inauguration: কিছুক্ষণের মধ্যেই প্রাণ প্রতিষ্ঠা, জেনে নিন রাম মন্দির সম্পর্কে আজানা ১০ তথ্য

রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র দাবি করেছেন যে মন্দিরটি হাজার বছরেরও বেশি সময় ধরে টিকে থাকার জন্য ডিজাইন করা হয়েছে। এর নির্মাণে কোনো লোহা বা ইস্পাত ব্যবহার করা হয়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
Ram Mandir,Ram Mandir live,Ram Mandir live updates,Ram Mandir consecration,Ram Temple consecration live updates,Ram Temple Live updates,Ram Temple ceremony schedule,Ram Lalla idol,Ram Temple Consecration ceremony,Ram Mandir Pran Pratishtha,Pran Pratishtha,Ayodhya,Ayodhya Ram Mandir,Ram mandir inauguration time,ram janmabhoomi,Ayodhya Ram Temple,Ayodhya LIVE updates,ram mandir inauguration,ram temple inauguration live,pm modi in ayodhya live

রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র দাবি করেছেন যে মন্দিরটি হাজার বছরেরও বেশি সময় ধরে টিকে থাকার জন্য ডিজাইন করা হয়েছে। এর নির্মাণে কোনো লোহা বা ইস্পাত ব্যবহার করা হয়নি।

অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। এই উপলক্ষে, রাম লালার অভিষেক অনুষ্ঠানে ‘যজমানের’ দায়িত্বে প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি এদিন সারা দেশ থেকে বিভিন্ন জাতি ও শ্রেণীর মোট ১৫ জন দম্পতি “যজমানের” এর দায়িত্ব পালন করবেন। গোটা বিশ্ব অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিশ্বব্যাপী হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসাহ-উদ্দীপনার ছবি ধরা পড়েছে। বিশ্বজুড়ে ‘বড় দিনের’ প্রস্তুতি। অযোধ্যায় না গিয়েও ঘরে বসেই ঐতিহাসিক রাম মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার। রামলালের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার হবে দূরদর্শনে। এছাড়াও লাইভ এই অনুষ্ঠান দেখা যাবে ইউটিউবেও।

Advertisment

সকাল ১১টা থেকে দুপুর ১টার মধ্যে সমগ্র ধর্মীয় অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। অনুষ্ঠানটি সারা দেশের গ্রাম ও শহরের পাবলিক প্লেস ও মন্দিরে সরাসরি সম্প্রচার করা হবে। বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত ২২ জানুয়ারি অযোধ্যায় রাম লালার অভিষেক অনুষ্ঠানের সময় মূল আচার-অনুষ্ঠান পরিচালনা করবেন। অনুষ্ঠানটি সারা বিশ্বের বেশ কয়েকটি ভারতীয় দূতাবাস এবং কনস্যুলেটে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। রাম মন্দির উদ্বোধন সরাসরি সম্প্রচার করা হবে সারা দেশের প্রায় ৯ হাজার স্টেশনে। ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের দেওয়া তথ্য অনুসারে, রাম মন্দিরে অভিষেক অনুষ্ঠান ২২ শে জানুয়ারি দুপুর ১২.২০ মিনিটে শুরু হবে এবং দুপুর ১টার মধ্যে শেষ হবে এই অনুষ্ঠান।

৫৫০ বছর পর রাম মন্দিরের গর্ভগৃহে উপবিষ্ট রামলালা। ৩৮ বছর বয়সি যোগীরাজ দেশের সবচেয়ে বিখ্যাত ভাস্করদের অন্যতম। তাঁর হাতের তৈরি ৫১ ইঞ্চির (৪.২৫ ফুট) রামলালার মূর্তি বৃহস্পতিবার গর্ভগৃহে স্থাপন করা হয়। আজই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা। এর পাশাপাশি পুরনো রাম লালার মূর্তিটিও গর্ভগৃহে স্থান পাবে বলে রাম মন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে।

অযোধ্যায় নির্মিত রাম মন্দিরের মোট আয়তন ২.৭৭ একর।

রাম মন্দির ৫৪,৭০০ বর্গফুটে নির্মিত। মন্দিরের দেওয়ালের দৈর্ঘ্য ৭৩২ মিটার এবং উচ্চতা ১৪ ফুট।

মন্দিরের দৈর্ঘ্য ৩৮০ ফুট, প্রস্থ ২৫০ ফুট এবং উচ্চতা ১৬১ ফুট।

তিনতলা বিশিষ্ট রাম মন্দিরের প্রতিটি তলার উচ্চতা ২০ ফুট।

মন্দিরে মোট ৩৯২ টি স্তম্ভ রয়েছে। মন্দিরে মোট ৫ টি মণ্ডপ রয়েছে - নাচ, রঙ, সমাবেশ, প্রার্থনা এবং কীর্তন।

কমপ্লেক্সের চার কোণায় রয়েছে গণেশ, দেবী ভগবতী, শিব ও সূর্যের মন্দির।

রাম মন্দিরে মোট ৮৮ টি গেট রয়েছে। গর্ভগৃহে সোনার প্রলেপযুক্ত দরজা বসানো হয়েছে। এর পাশাপাশি নিচতলায় ১৪ টি সোনার প্রলেপযুক্ত দরজা বসানো হয়েছে।

রাম মন্দির নির্মাণ করা হয়েছে নাগর রীতিতে। এটি একটি শক্ত পাথরের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে।

রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র দাবি করেছেন যে মন্দিরটি হাজার বছরেরও বেশি সময় ধরে টিকে থাকার জন্য ডিজাইন করা হয়েছে। এর নির্মাণে কোনো লোহা বা ইস্পাত ব্যবহার করা হয়নি।

ভূমিকম্পের কারণে পাথরের ওপর কোনো প্রভাব যাতে না পড়ে তা নিশ্চিত করতে মন্দিরের ভিত্তিপ্রস্তরে ইলেকট্রনিক সেন্সর বসানো হয়েছে।

Ram Temple
Advertisment