আগামিকাল ২৭ জুলাই, বৃহস্পতিবার পর্যন্ত জ্ঞানবাপী মসজিদে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের সমীক্ষায় স্থগিতাদেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় শুনানির জন্য মামলাটি তালিকাভুক্ত করা হয়েছে। বারাণসীর জ্ঞানবাপী মসজিদের তত্ত্বাবধায়ক অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্টে একটি আবেদন করেছিলেন। গত সপ্তাহে বারাণসী আদালত মসজিদের সমীক্ষা করার জন্য ভারতীয় পুরাতত্ত্ব বিভাগকে নির্দেশ দিয়েছিল।
সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মসজিদ কমিটি। মামলাটি উঠেছিল এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি প্রীতিঙ্কার দিবাকরের এজলাসে। শুনানি শেষ হওয়ার পরে বুধবার সন্ধ্যায় ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলেন জ্ঞানবাপী মসজিদ কমিটির পক্ষের আইনজীবী এসএফএ নকভি। তিনি জানিয়েছেন, যে জেলা আদালতের দেওয়া সমীক্ষার নির্দেশে এলাহাবাদ হাইকোর্ট আপাতত স্থগিতাদেশ দিয়েছে। নকভি বলেন, 'এএসআই আদালতে একটি হলফনামা দায়ের করেছে এবং উল্লেখ করেছে যে মসজিদ কাঠামোর কোনও ক্ষতি না-করেই আইন অনুসারে সমীক্ষা করা হবে।
আগামিকাল বিষয়টি নিয়ে সমীক্ষার সময় আমরা এর উত্তর দেব। আপাতত, জেলা আদালতের সমীক্ষার নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।' আবেদনকারীদের পক্ষে উপস্থিত আইনজীবী হরিশংকর জৈন এই ব্যাপারে বলেন, 'মসজিদ কমিটি যথারীতি সমীক্ষাটিতে বিলম্ব করার চেষ্টা করেছিল। আর, আদালতের কাছ থেকে সময় চেয়েছিল। আদালত আবেদন মঞ্জুর করেছে। বৃহস্পতিবার বিষয়টির শুনানি হবে। ততক্ষণ সমীক্ষার কাজ বন্ধ থাকবে।' এর আগে গত শুক্রবার বারাণসী আদালত ভারতীয় পুরাতত্ত্ব বিভাগকে জ্ঞানবাপী মসজিদ প্রাঙ্গণে সমীক্ষার নির্দেশ দিয়েছিল। মসজিদের বর্তমান কাঠামো অক্ষুণ্ণ রেখে, তা হিন্দু মন্দিরের ওপর তৈরি হয়েছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল জেলা আদালত।
আরও পড়ুন- ভারতীয় রাজনীতি: অনাস্থার দীর্ঘ ইতিহাস, ফেলেছিল সরকারও
সোমবার সেই আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল মসজিদ কমিটি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ, মসজিদ কমিটিকে জেলা আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার সুযোগ দিতে বারাণসী আদালতের নির্দেশে ২৬ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিল।