রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু অমিত শাহের সঙ্গে কথা বলেছেন। ২হাজার কোটি টাকার অন্তর্বর্তী ত্রাণ চেয়েছেন। প্রবল বৃষ্টিপাতের কারণে ভূমিধস এবং বন্যার ক্ষতিগ্রস্ত হিমাচলের বিস্তৃর্ণ এলাকা।
২৬ জুন থেকে প্রবল বৃষ্টির কারণে মৃতের সংখ্যা ৯১ থেকে বেড়ে হয়েছে ১০৮। রাজ্যে এখনও নিখোঁজ রয়েছেন ১২ জন। স্টেট ইমার্জেন্সি রেসপন্স সেন্টারের রিপোর্ট অনুসারে অনুসারে, প্রবল বন্যায় ৬০০’র বেশি বাড়ি সম্পূর্ণ এবং ১২০০-এর বেশি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৭জনের মৃত্যু রয়েছে রাজ্যে। মান্ডি ও সিমলায় পথ দুর্ঘটনার বলি ৬।
অপরদিকে দিল্লির বন্যাপরিস্থিতি সামান্য উন্নতি হয়েছে। দিল্লির মুকুন্দপুর চকে যমুনার জলে স্নান করতে গিয়ে তিন যুবকের জলে ডুবে মৃত্যু হয়েছে। কিছুটা হলেও কমেছে যমুনা নদীর জলস্তর। তবে আইটিও এবং ইন্দ্রপ্রস্থের মতো বেশ কয়েকটি এলাকা এখনও জলমগ্ন। দিল্লিতে যমুনার জলস্তর 207.62 মিটার রেকর্ড করা হয়েছে।
প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডে বন্ধ হয়ে পড়েছে বদ্রীনাথ জাতীয় সড়ক।
দিল্লির বন্যা পরিস্থিতি নিয়ে কেজরিওয়ালকে নিশানা করেছেন গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর দিল্লির বন্যা পরিস্থিতি নিয়ে কেজরিওয়ালের নিন্দা করেছেন। পূর্ব দিল্লির বিজেপি সাংসদ এবং প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করেছেন, অভিযোগ করেছেন যে তাঁর সরকার শহরে যথাযথ পরিকাঠামো তৈরিতে কোনও অর্থ ব্যয় করেনি।
তিনি বলেছেন, "এটা দুর্ভাগ্যজনক যে দিল্লি আজ প্লাবিত হয়েছে। এই পরিস্থিতি আমার কাছে বিস্ময়কর নয় কারণ বর্তমান সরকার শহরের উন্নয়নে কোনও অর্থ ব্যয় করেনি। মুখ্যমন্ত্রী দিল্লিকে একটি বিশ্বমানের শহর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেখানে দিল্লি আজ জলের তলায়”।