হিমাচল প্রদেশে আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সুখবিন্দর সিং সুখু। নাদৌনের তিনবারের বিধায়ক। হিমাচল প্রদেশ কংগ্রেসের নির্বাচনী কমিটিরও প্রধান পদে ছিলেন তিনি। নির্বাচনের আগে থেকেই সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে সুখুর নাম উঠে এসেছিল। সুখুর সঙ্গেই আজ হিমাচলের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মুকেশ অগ্নিহোত্রী। দুপুর দেড়টায় শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী।
রাজ্যের ১৫তম মুখ্যমন্ত্রী পদে আজ রবিবার শপথ নিতে চলেছেন সুখবিন্দর সিং সুখু। শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে কংগ্রেস হাইকমান্ড মুখ্যমন্ত্রী হিসেবে সুখুর নাম ঘোষণা করেন। একই সঙ্গে বৈঠকে উপমুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন মুকেশ অগ্নিহোত্রী। রবিবার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি সুখবিন্দর সিং সুখু। একই সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিদায়ী বিধানসভায় বিরোধী দলের নেতা মুকেশ অগ্নিহোত্রী। দুপুর ১২টায় শুরু হবে শপথগ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে।
সুখবিন্দর সিং সুখুকে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণার পরই উচ্ছ্বাসে ফেটে পড়েন দলের কর্মী ও সমর্থকরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরও নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন যে ‘আমরা নতুন সরকারকে স্বাগত জানাই এবং নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাই’। দুপুর ১২টায় শুরু হতে চলেছে শপথগ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে।
নতুন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রতিটি সাফল্যের পেছনে রয়েছে সংগ্রাম। আগেও যেভাবে জনগণের পাশে ছিলাম, সেভাবেই মানুষের সেবা করে যাব’। হিমাচলের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য আবারও সাজানো হয়েছে ঐতিহাসিক রিজ ময়দান। দুপুর দেড়টায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সুখবিন্দর সিং সুখু। একই সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মুকেশ অগ্নিহোত্রী। এর আগে হিমাচলের উপমুখ্যমন্ত্রীর আসন ছিল না।