Kullu Cloud Burst: হিমাচলের পাঁচটি জায়গায় মেঘ ভাঙা বৃষ্টিতে ধ্বংসযজ্ঞ। ৫৩ জন নিখোঁজ। দুটি মৃতদেহ উদ্ধার। প্রশাসনের তরফে স্কুল-কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃষ্টি বিপর্যস্ত হিমাচল প্রদেশের সিমলা ও মান্ডি। মান্ডির চৌহার উপত্যকার তেরং গ্রাম কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেশ কয়েকটি বাড়ি ও বহু গাড়ি ভেসে গিয়েছে। কুল্লুর মালানা, মান্ডি জেলার থালতুখোদ এবং চাম্বা জেলার দুটি জায়গায় মেঘ ভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। শেষ পাওয়া খবর অনুসারে চারটি স্থানে প্রায় ৫৩ জন নিখোঁজ হয়েছে। দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মান্ডি জেলায় ৩৫ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। দুর্যোগের পর আজ মান্ডি এলাকার সমস্ত স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কুল্লুতেও ২রা আগস্ট সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।
মান্ডির থালতুখোদে মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির ফলে ব্যাপক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। SDRF ও অন্যান্য উদ্ধারকারী দলের সদস্যরা ইতিমধ্যে ঘটনাস্থলে রওনা হয়েছে। মান্ডি জেলা প্রশাসন উদ্ধারের জন্য বিমান বাহিনীকে সতর্ক করেছে।
এছাড়াও মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিমলাও। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি, স্কুল ও হাসপাতাল। অনেক লোকের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ত্রাণ ও উদ্ধার অভিযান দ্রিততার সঙ্গে করা হচ্ছে। SDRF টিম ঘটনাস্থলে রওনা হয়েছে। তথ্য অনুসারে, গতকাল রাতে রামপুরে হাইড্রো প্রকল্পের কাছে মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যার জেরে ৩৬ জন নিখোঁজ বলে জানা গেছে। এর মধ্যে সিমলা জেলার ৩৩ জন এবং নির্মান্দ এলাকার ৩ জন নিখোঁজ রয়েছেন।
ডেপুটি কমিশনার অনুপম কাশ্যপ এবং পুলিশ সুপার সঞ্জীব গান্ধীও ঘটনাস্থল রওনা হয়েছেন। ডেপুটি কমিশনার অনুপম কাশ্যপ জানিয়েছেন, ঘটনার খবর পাওয়া মাত্রই এনডিএসআরএফ দল, পুলিশ ও উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন এসডিএম রামপুর নিশান্ত তোমর। অনেক স্থানে রাস্তা বন্ধ থাকায় দল দুই কিলোমিটার হেঁটে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে।
জেপি নাড্ডা মুখ্যমন্ত্রী সুখুর সঙ্গে কথা বলেছেন
মেঘ ভাঙা বৃষ্টিতে হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং জীবনযাত্রা ব্যাহত হওয়ার পরে, কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর সাথে কথা বলেছেন এবং ঘটনার বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। জেপি নাড্ডা প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিরোধী নেতা জয়রাম ঠাকুর এবং বিজেপি রাজ্য সভাপতির সাথেও কথা বলেছেন এবং সমস্ত বিজেপি কর্মীদের ত্রাণ ও উদ্ধার অভিযানে যুক্ত হওয়ার নির্দেশ দিয়েছেন।
অমিত শাহ মুখ্যমন্ত্রী সুখুর সাথে কথা বলেছেন, সব রকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর সাথে ফোনে কথা বলেছেন এবং রাজ্যে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে তথ্য নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীকে ত্রাণ ও উদ্ধার অভিযানে সাহায্যের জন্য এনডিআরএফ টিম সহ কেন্দ্রীয় সরকারের তরফে সমস্ত সাহায্যের আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন - < Wayanad Landslide: ক্ষতিগ্রস্থদের দেখতে ওয়ানাদে রাহুল-প্রিয়াঙ্কা, ভুমিধসে মৃত বেড়ে ২৭৬, নিখোঁজ ২০০-র বেশি >
মুখ্যমন্ত্রী সুখু নিজেই ত্রাণ ও উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করছেন
মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেছেন যে সিমলার রামপুর তহসিল, মান্ডি জেলার পাধার তহসিল এবং নির্মন্দের কুল্লুর জাওন গ্রামে মেঘ ভাঙা বৃষ্টির ফলে ৫০ জনেরও বেশি লোক নিখোঁজ হওয়ার খবর মিলেছে। মুখ্যমন্ত্রী সুখু নিজেই ত্রাণ ও উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করছেন।
মান্ডিতেও ধ্বংসযজ্ঞ
মান্ডিতেও ভারী বৃষ্টিপাতের কারণে তিনটি বাড়ি ভে সে গেছে। এছাড়া এখানেও ১১ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসসের তরফে জনগণকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু রাজ্যের এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন। সকাল ১১টায় রাজ্য সচিবালয়ে এই বৈঠক হবে। এ বৈঠকে শীর্ষ কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। বৈঠকে ত্রাণ ও উদ্ধার কাজের রিপোর্ট নেবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কর্মকর্তা-সরকারি কর্মচারীদের ক্ষতিগ্রস্থদের সাহায্য করার কড়া নির্দেশ দিয়েছেন। সিমলার ডেপুটি কমিশনার অনুপম কাশ্যপ বলেছেন, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), পুলিশ এবং স্থানীয় উদ্ধারকারী দলগুলিকে অবিলম্বে ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে। কাশ্যপ এবং পুলিশ সুপার সঞ্জীব গান্ধী নিজে ঘটনাস্থলে যাচ্ছেন। রামপুরের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) নিশান্ত তোমরও ঘটনাস্থলে যাচ্ছেন।