Advertisment

SEBI Chairperson Madhabi Puri Buch: মাধবী-আদানি যোগ! তোলপাড় ফেলা দাবি হিন্ডেনবার্গের, ভিত্তিহীন বলে উল্লেখ সেবি চেয়ারপার্সনের

সেবি চেয়ারপার্সনের বিরুদ্ধে হিন্ডেনবার্গের মারাত্মক অভিযোগ, রিপোর্ট নস্যাৎ, ভিত্তিহীন বলে উল্লেখ মাধবী পুরি বুচ এবং তাঁর স্বামী ধবল বুচের।

author-image
IE Bangla Web Desk
New Update
Hindenburg research, Adani SEBI chairperson

আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি (বামে) এবং SEBI চেয়ারপারসন মাধবী পুরি বুচ (ডানে)।

Hindenburg report: গত বছর আমেরিকান শর্ট সেলার ফার্ম হিন্ডেনবার্গ রিপোর্টে আদানির বিরুদ্ধে আনা আর্থিক তছরুপের অভিযোগকে কেন্দ্র করে দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছিল। গতকাল ফের হিন্ডেনবার্গ একটি নতুন রিপোর্ট প্রকাশ করেছে। শনিবার প্রকাশিত নতুন রিপোর্টে বাজার নিয়ন্ত্রক সেবি চেয়ারপারসন মাধবী পুরি বুচের বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

Advertisment

হিন্ডেনবার্গের আনা সেইসব অভিযোগ প্রসঙ্গে সামনে এসেছে সেবি চেয়ারপারসনের প্রথম প্রতিক্রিয়া। তিনি হিন্ডেনবার্গ রিসার্চের করা অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেন এবং এই ধরণের অভিযোগ কালিমা লিপ্ত করা প্রচেষ্টা বলে অভিহিত করেন। রবিবার সকালে জারি করা এক যৌথ বিবৃতিতে সেবি-র চেয়ারপারসন মাধবী পুরি বুচ এবং তাঁর স্বামী ধবল বুচ বলেছেন, '১০ আগস্ট প্রকাশিত হিন্ডেনবার্গ রিপোর্টে আমাদের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে আমরা বলতে চাই যে আমরা আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছি। কোথাও এর কোনো সত্যতা নেই। আমাদের জীবন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড খোলা বইয়ের মত। আমাদের তৈরি করার জন্য যা কিছু তথ্যের প্রয়োজন ছিল, সে সমস্ত তথ্য সেবি-কে বহু বছর আগেই তুলে দেওয়া হয়েছে'।

SEBI চেয়ারপার্সন এবং তার স্বামী আরও বলেছেন , 'আমাদের আর্থিক নথিগুলির কোনওটি প্রকাশ্যে আনতে আমাদের কোনও আপত্তি নেই। আমরা যেকোনো কর্তৃপক্ষকে সমস্ত নথি সরবরাহ করতে পারি। তাতেও আমাদের কোন আপত্তি নেই'। তিনি হিন্ডেনবার্গের অভিযোগকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন। সেবি চেয়ারপার্সন বলেছেন যে সম্পূর্ণ স্বচ্ছতার কথা মাথায় রেখে তিনি শীঘ্রই এই বিষয়ে একটি বিশদ বিবৃতি জারি করতে চলেছেন তিনি।

শোকপ্রকাশ মোদী-জয়শোঙ্করের- < Natwar Singh: প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিদেশ মন্ত্রী নটবর সিং, শোকপ্রকাশ মোদী-জয়শঙ্করের >

হিন্ডেনবার্গের রিপোর্টে কী অভিযোগ?
হিন্ডেনবার্গ রিসার্চ প্রায় দেড় বছর আগে প্রথমবারের মতো শিরোনামে এসেছিল যখন আদানি গ্রুপের বিরুদ্ধে আর্থিক তছরুপ সংক্রান্ত একটি অভিযোগ সামনে এনে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল । শনিবার সন্ধ্যায় নয়া রিপোর্টে বলা হয়েছে যে আদানি গ্রুপের বিরুদ্ধে সেবি-র তদন্তের অগ্রগতি হচ্ছে না কারণ গ্রুপের সঙ্গে সেবি চেয়ারপার্সন এবং তার স্বামীর কথিত সংযোগ রয়েছে।

Hindenburg Research report SEBI Adani
Advertisment