/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/cats-201.jpg)
কড়া জয়শঙ্কর।
আমেরিকার মাটিতে খালিস্তানি তাণ্ডব। এবার টার্গেট করা হল ক্যালিফোর্নিয়ায় অবস্থিত একটি মন্দিরকে। কিছু খালিস্তানপন্থী দুষ্কৃতী একটি মন্দির ভাংচুর করেছে। শুধু তাই নয়, মন্দিরের দেওয়ালে ভারতবিরোধী স্লোগানও লিখেছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে বিদেশমন্ত্রক। উল্লেখ্য বিদেশমন্ত্রী জয়শঙ্কর বারেবারে পশ্চিমী দেশগুলিতে খালিস্তানি ইস্যুতে মুখ খুলেছেন। ক্যালিফোর্নিয়া পুলিশ ইতিমধ্যে বিষয়টির তদন্ত শুরু করেছে।
এদিকে মন্দির ভাংচুর ও দেওয়ালে খালিস্তানপন্থী স্লোগান নিয়ে বিবৃতি দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দির ভাঙচুরের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন 'চরমপন্থীদের স্থান দেওয়া উচিত নয়'। তিনি বলেন, "আমি এটা দেখেছি, চরমপন্থী, বিচ্ছিন্নতাবাদী এবং এই ধরনের শক্তিকে (ভারতের বিরুদ্ধে) বিদেশের মাটিতে স্থান দেওয়া হচ্ছে। যা একেবারেই উচিত নয়। সেখানে আমাদের কনস্যুলেট সরকার ও পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ করেছে এবং তদন্ত চলছে," ।
রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে মন্দিরে খালিস্তান সমর্থকদের হামলা চালায় সেটি ওয়াশিংটন ডিসি থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে স্পষ্ট দেখা যায় এই মন্দিরের দেয়ালে খালিস্তানপন্থী স্লোগান লেখা রয়েছে। শুধু তাই নয়, মন্দিরের বোর্ডে ভারতবিরোধী স্লোগানও লেখা হয়েছে। হিন্দু-আমেরিকান ইনস্টিটিউট এই ঘটনাকে ঘৃণ্য অপরাধ হিসেবে তদন্তের দাবি জানিয়েছে।
উত্তর আমেরিকা এবং কানাডায় সক্রিয় কিছু খালিস্তানপন্থী সংগঠন ক্রমাগত হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা চালিয়ে আসছে। বিশেষ করে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় স্বামীনারায়ণ মন্দিরকে টার্গেট করা হয়েছিল চলতি বছরের আগস্টে। মন্দিরের গেটে খালিস্তান গণভোটের পোস্টার লাগানো হয়েছিল, যার উপরে খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জারের ছবিও প্রদর্শিত হয়েছিল। পোস্টারে লেখা ছিল '১৮ জুনের হত্যাকাণ্ডে ভারতের ভূমিকা নিয়ে তদন্ত করছে কানাডা।'